জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার পর একটি যাত্রীবাহী উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মﷺঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।
বিবিসি জানিয়েছ🎃ে, দুর্ঘটনার সময় জাপান এয়ারলাইনসের ওই উড়োজাহাজটিতে ৩৭৯ জন আরোহী ছিলেন। সবাইকে নিরাপদে নামিয়ে💙 আনা হয়েছে।
সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটির একাংশে আগুন জ্বলছে। আ🔜গুনে শিখা উড়োজাহাজের জানালা দিয়ে বেরিয়ে আসছে। বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এই ঘটনায় হানেদা বিমানবন্দরের রানওয়েতেও আগুন ধরে💃 যায়।
দুর্ঘটনা কবলিত জাপান এয়ারলাইন্সের জেএএল-৫১৬ ফ্লাইটটি হোক্কাইডো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। পরে সেটি হানেদা বিমানবন্দর🌌ে অবতরণের সময় দুর্ঘ꧒টনার কবলে পড়ে।
জাপান এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বলছে, হানেদা বিমানবন্দরে অগ্নি🗹কাণ্ডের শিকার জাপান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে ৩৭৯ জন যাত্রী ও ক্রু ছিলেন। 🔯তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।