• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মালিতে সোনার খনিতে সুড়ঙ্গ ধসে ৭৩ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪, ০৮:২৫ এএম
মালিতে সোনার খনিতে সুড়ঙ্গ ধসে ৭৩ জন নিহত
মালির সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭৩ জন নিহত। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গ ধসে ৭৩ জন নিহত হয়েছেন। বুধবার👍 (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানায়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা  রয়টার্স প্রাণহানির সংখ্যা ৪০ বলে জানিয়েছে।

বুধবার স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে, শুক্রবার (১৯ জানুয়ারি) মালির দক্ষিণ–পশ্চিমাঞ𓂃্চলের কানগাবা শহরে এ দুর্ঘ🎀টনা ঘটে। দেশটিতে খনি দুর্ঘটনার সর্বশেষ নজির এটি।

কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সুড়ঙ্গে ꦆধসের ঘটনায় ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

খনিটির কর্মকর্তা ওমর সিদিবে বার্তা সংস্থা এএফপিকে বলেন, 🌜“প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়❀ঙ্গটি।”

ওমর সিদিবে বলেন, “ওই মাঠে ২০০💧 জনের বেশি খনিশ্রমিক ছিলেন। অনুসন্ধান শেষে 🉐আমরা ৭৩ জনের মৃতদেহ পেয়েছি।”

বিবিসির প্রতিবেদনে𝔍 বলা হয়েছে, মালিতে সোনার খনিতে টানেল ধসে ৪০ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মালির খনি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে𝔍 কুলিবালি বার্তা সংস্থা রয়টার্সকে🔜 জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।

বিবিসি বলছে, মালিতে খনির দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। কারণ বেশির ভাগ খন꧃িশ্রমিক সোনা খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে কাজ করেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা ঘটনার আরও তদন্ত করবে এবং বৃহস্൩পতিবার ওই এলাকায় একট🌳ি দল পাঠাবে।

বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি মালি। তবে আফ্রিকার যেসব দেশে সবচেয়ে🌳 বেশি সোনা উত্তোলন করা হয়, তার একটি মালি। দেশটিতে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়🀅।

Link copied!