• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফ্লোরিডায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলায় নিহত ৩ কৃষ্ণাঙ্গ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ১০:৫২ এএম
ফ্লোরিডায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলায় নিহত ৩ কৃষ্ণাঙ্গ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর হাꦍমলায় তিনজন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। ওই তিনজনকে হত্যার পর বন্দুকধারী আত্মহত্যা ক💖রেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। 

প্রতিব🗹েদনে জানা যায়, বন্দুকধারীর বয়স ২০ এর বেশি। শনিবার (২৬ আগস্ট) তিনি জ্যাকসনভিল শহরের এক ডলার জেনারেল স্টোরে প্রবেশ করে গুলি চালাতে শুরু করেন। শেরিফ টি কে ওয়াটার্স জানান, দুই জন পুরুষ ও একজন নারী বন্দু🐠কধারীর হামলায় নিহত হন। হামলাকারী বডি আর্মর (বর্ম) পরেছিলেন।

জ্যাকসনভিলের 🎀মেয়র ডোনা ডিগান এ হামলাকে বর্ণবাদ চালিত ঘৃণাপূর্ণ হামলা বলে অভিহিত করেন। 

হামলাকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শেরিফ টি কে ওয়াটার্স জানান, হামলার স🐭ময় বন্দুকধারীর কাছে হালকা ওজনের একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। তিনি একাই এই হামলা চালান এবং পরে আত্মহত্যা করেন। অভিযুক্ত হামলাকারী তার বাবা-মায়ে﷽র সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন। তিনি এই হামলা চালানো সংক্রান্ত একাধিক বার্তা রেখে গিয়েছেন বলেও জানান শেরিফ। 

হোয়াইট হাউজ কতৃপক্ষ জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে এই হামলার ব্যাপারে অবহিত করা হয়েছে।
এই ঘটনায় তদন্ত শুর𝓡ু করেছে ফেডারেল ব্যুরো অব ইনভ♚েস্টিগেশন (এফবিআই)।

গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইট অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২৮ হাজারেরও বেশ🎃ি মানুষের মৃত্যু𒐪 হয়েছে।

Link copied!