সৌদি আরবে এখন পর্যন্ত অন্তত ১৯ হজযাত্রীর মৃত্෴যু হয়েছে। এদের মধ্যে জর্ডানের ১৪ জন ও ইরানের পাঁচজন।
জর্ডানের পররাষ্ট্র ম🍃ন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হজ পা🅷লন করতে গিয়ে এখন পর্যন্ত দেশটির ১৪ নাগরিক প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন।
ইরানের রেড ক্রিসেন্💃টের প্রধান পি𝔉রহোসেন কুলিভান্দ জানিয়েছেন, এই বছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত পাঁচজন ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে।
এবার প্রায় ১৮ লাখ মানুষ হজে অংশ নিয়েছেন। হজের অনেক কাজ খোলা জায়গায় ও খালি পায়ে করতে হয়। এতꦇে করে বয়স্করা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়꧃েন।
সৌদি আরব এখন পর্যন্ত হজযাত্রীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য 𝓰দেয়নি।
গত বছর হজের সময় অন্তত ২৪০ হজযা♛ত্রী মারা গিয়েছিলেন। তাদের অধিকাংশ ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। বিভিন্ন দেশের সরকারগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান জানা গেছে।