গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮৫ জন। দুর্ঘটনাকবলিত দুটি ট্রেনের এꦚকটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ট্রেন ছিল।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসার কাছে এ 𝓀দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানায়, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে𒊎 আগুন ধরে যায়। আহতদের উদ্ধারে এবং আ🍨গুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।
গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশি▨ত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে লাইনচ্য꧙ুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।
কী কারণে দুই ট্রꦇেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল, ꧟সেটি এখনো নিশ্চিত নয়। ওই ট্রেন দুটি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।
লারিসার গভর্নর কন্সতানতিনোস আগরোসতোস স্কাই টিভিকে বলেছেন, “সংঘর্ষ অনেক শক্তিশালী ছিল। যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ট্রেনের ভেতর থেকে প্র🔯ায় ২৫০ জনকে অ♊ক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।