• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতে নির্মাণাধীন সেতু ধসে একজনের প্রাণহানি, আটকা প্রায় অর্ধশত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ০১:১১ পিএম
ভারতে নির্মাণাধীন সেতু ধসে একজনের প্রাণহানি, আটকা প্রায় অর্ধশত
নির্মাধীন সেতুর ভাঙা পিলার। ছবি : সংগৃহীত

ভারতের বিহারে নির্মাণাধীন দেশের দীর্ঘতম সেতু ধসে একজন নিহত 𓄧ও নয়জন আহত হয়েছেন। এছাড়া সেতুর পিলার নিচে কমপক্ষে ৪০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ🌳্ছে।

শুক্রবার (২২ মার্চ) সক💦ালে এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক ভাবে জানা গেছে, নির্মাণাধীন ওই সেতুর ৫০ নম্বর পি♏লার, ৫১ নম্বর পিলার ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়েছে। যার নিচে কমপক্ষে ৪০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভি এ সং💝খ্যা বলছে ৩০।

প্রতিবেদনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যখন সেতুর একাংশ ভেঙে পড়ে, তখন ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। যদিও সরকারিভাবে আপাতত সে বিষ𒐪য়ে এখনো কিছু জানানো 🥃হয়নি। তবে, দুর্ঘটনার পরই স্থানীয়দের সহায়তায় কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে।  

সুপৌল জেলা প্রশাসক কৌশল কুমার ভারতীয় এক গণমাধ্♛যমকে জানিয়েছে, আপাতত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছে কমপক্ষে নয় জন। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!