শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবা🅺য়া রাজপক্ষ দেশে ফিরেই সরকারি বাসভবন 🌱পেয়েছেন। সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে নিরাপত্তা প্রহরীও।
রয়টার্স জানায়, গত জ🦩ুলাই মাসে তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শনিবার (৩ সেপ্ট🔯েম্বর) দেশে ফিরেছেন তুমুল সমালোচিত এই নেতা। থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর পৌঁছানোর পর গত মে মাসে পদত্যাগ করেন তিনি।
দেশে ফিরেই ক্ষমতাসীন দলের সদস্যদের সাথে বিমানবন্দরে সাক্ষাৎ করেন গোতা🌞বায়া। এরপর শ্রীলঙ্কার সরকারের দেওয়া বাসভবনে গিয়ে ওঠেন তিনি।
তবে এখনো তার পরিকল্পনা সম্পর্কে কিছু জানা যায়নি।
ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। এর জন্য রাไজাপক্ষের সরকারের অনিয়মকেই দাꦿয়ী করেন শ্রীলঙ্কানরা।
বৈদেশিক মুদ♑্রার সংকটের কারণে দেশটিতে তীব্র খাদ্য ও জ্বাꦺলানি সংকট চলছে। এর জেরে গত এপ্রিলে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়।
এই অবস্থা থেকে 🌠বের হওয়ার জন্য আএইএমএফ এর কাছে ৩০০ কোটি ডলার ঋণ চেয়েছে শ্রীলঙ্কা। তবে সম্প্রতি ২৯০ কোটি ডলার🍃 দিতে সম্মত হয়েছে সংস্থাটি।