আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশু মারা গেছে। ধর্মীয় গোঁড়ামির কারণে এসব শিশুর বেশির ভাগের পর♌িবার তাদের টিকা দেয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, এপ্রিলের শুরুতে পূর্ব ম্যানিকাল্যান্ড প্রদেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। তারপর এটি দেশের 👍সমস্ত অংশে ছড়িয়ে🌞 পড়ে।
তথ্যমন্ত্রী মনিকা মুতস🐭ভাংওয়া বলেছেন, “এ পর্যন্ত অন্তত ২ হাজারের বেশি রোগী শনাক্ত করা হয়েছে। যাদের টিকা🌸 দেওয়া হয়নি তাদেরই মৃত্যু হয়েছে বেশি।”
তিনি আরও জানান, প্রাদুর্ভাব মোকাবিলায় জিম্বাবুয়ের মন্ত্রিসভা জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে। সরক꧒ার জানায়, ৬ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য গণটিকাদান অভিযান শুরু করছে তারা।
করোনা মহামারির মাঝেও হামের বিরুদ্ধে শিশুদের টিকা দেওয়া অব্যাহত রেখেছিল জিম্বাবুয়ে। তবে ধর্মীয় গোষ্ঠীগুলি প্রচারণ🃏া চালালে টিকা অভিযান বাধাগ্রস্ত হয়। অসুস্থদের ওষুধের পরিবর্তে রোগ নিরাময়ের জন্য ধর্মীয় গুরুদের উপদেশ মেনে চলতে নির্দেশ দিচ্ছে দেশটির খ্রিষ্টান সম্প্রদ🅘ায়।