• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আল-আকসায় সংঘর্ষ, ৪২ ফিলিস্তিনি আহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ০৬:১৯ পিএম
আল-আকসায় সংঘর্ষ, ৪২ ফিলিস্তিনি আহত

অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে ღসংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪২ জন ফিলিন্তিনি আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ২২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছ🍃ে।

শুক্রবার (২৯💦 এপ্রিল) মুসলিম সম্ꦆপ্রদায়ের পবিত্র রমজান মাসের শেষ জুমার নাজামের দিন এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসরায়েജলি পুলিশ বলছে, আল-আকসায় ইহুদিদের প্রার্থনার স্থানে পাথর ও আগুনের ছোট গোলা নিক্ষেপ করে ফিলিস্তিন꧃িরা। পরে বাধ্য হয়ে পুলিশ ভেতরে প্রবেশ করে। তিনজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ টিয়ার গ্য🔥াস ও𝓡 রাবার বুলেট ছুঁড়েছে।

বলা হয়ে থাকে, তিন জাতির তীর্থস্থান আল-আকসা প্রাঙ্গণ। মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান। গত এক সপ্তাহের মধ্যে সংঘর্ষে প্রায় ৩০০ জন ಌফি💖লিস্তিনি আহত হয়েছেন।

গত বছর রমজান মাসে আল-আকসা প্রাঙ্গণে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন গাজা অঞ্চল নিয়ন্ত্র🐠ণে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। যা অবরুদ্ধ গাজা উপত্যকায় ১১ দিনের হামলায় পরিণত হয়। সে সময় কমপক্ষে ২৬০ ফিলিস্তিনি ও ১৩ জন ইসরায়েলি নিহত💧 হয়েছেন।

চলতি বছর মার্চের ২২ তারিখ থেকে আরব আততায়ীর হামলার ১৪♛ জন ইসরায়েলি নাগ🔯রিক নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন পুলিশ অফিসার রয়েছেন। এই সময়ের মধ্যে ইসরায়েলি পুলিশের হাতেও ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বন্দুকদারি ও সাধারণ জনগণ রয়েছেন।

প🦩ূর্ব জেরুজালেমের পুরাতন শহর প্লেটুর ওপরে আল-আকসা মসজিদ অবস্থিত, যা ১৯৬৭ সালে ইসরায়েল দখল করে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যতে নিজেদের রাজধানী হিসেবে তৈরি করতে চায়।

Link copied!