আমাদের দৈনন্দিন খাদ্যাভাসের কারণেই আমাদের শরীরের সুস্থতা আর অসুস্থতা নির্ভর করে। আমরা যা খাই সেটাই আমাদের শরীরে থেকে যায়। এবং সেগুলোই আমাদের শরীরকে চালায়। তাই আমরা কী খাচ্ছি আর কী খাচ্ছি না সেগুলো খেয়াল রাখতে হবে। এমন কোন খাবার অতিরিক্ত খাওয়া যাবে না যেগুলো রোগ সৃষ্টি করে। এর মধ্যে রয়েছে সবজিও। যদিও সব সবজিই আমাদের শরীরে কোন না কোন কাজে ল🅷াগে। তবে কোন কোন সবজি আছ꧙ে যেগুলো অতিরিক্ত খেলে ক্ষতি হয় বা এমন কিছু সবজি আছে যেগুলো কিছু কিছু রোগে খেতে মানা। আজকে আপনাদের তেমন কিছু সবজির সঙ্গে পরিচয় করিয়ে দেব যেগুলো আপনার অজান্তেই কিডনকে নষ্ট করে। এসব সবজিতে ইউরিক এসিডের পরিমাণ বেশি থাকে যা কিডনিকে বিকল করে দিতে পারে। তাই আগে থেকে সতর্ক হতে হবে। চলুন জেনে নেই কোন সবজিগুলে আপনার কিডনিকে নষ্ট করে দিতে পারে-
পালংশাক
পালংশাকে থাকে উচ্চ মাত্রায় পিউরিন, যা মেটাবলিজম-এর পর ইউরিক অ্যাসিডে পরিণত হয়। যা আপনার কিডনিকে নষ্ট করে দিত൲ে পারে।
টমেটো
শুনতে আশ্চর্য লাগলেও অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে। টমেটোতে আছে ক্যালসিয়াম এবং অক্স𝕴ালেট। থাকে প্রচুর গ্লুটামেট। যেগুলো প্রায়শই হজম হয় না এবং শরীর থেকে সহজে বের করে দেয় না। এই খনিজগুলো জমা হয় এবং এটি কিডনিতে পাথর তৈরি🎉 করতে শুরু করে। পরবর্তীতে কিডনিকে নষ্ট করে দেয়।
ঢেঁড়স
ঢেঁড়সে অক্সালেট নামে একটি যৌগ থাকে। এর ফলে কিডনিতে পাথর হতে পারে। কেউ য𝓡দি কিডনিতে পাথরের সমস্যায় ভুগে থাকেন, তাহ🦄লে ঢেঁড়স স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
ব্রকলি
এই সবজিতে পিউরিন আছে, পিউরিনꦛ সমৃদ্ধ খাবার খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্𝓀রা বাড়তে থাকে। যা পরবর্তীতে কিডনিতে পাথর ও কিডনি নষ্ট করে।
মাশরুম
মাশরুমে পিউরিনের ভাগ অনেকটা বেশি থꦫাকে। ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিন নাꦫমক এতটি উপাদান থেকে। তাই পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিডের সম্ভাবনা বাড়ে।
বিট
গলব্লাডার, কিডনিতে পাথর জমার সমস্যা থাকলে বিট খাওয়া চল🐓বে না। কারণ বিটের অক্সালেট উপাদান এই শারীরিক সমস্যাকে বাড়িয়ে তোলে।