• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘তালাশ’ এবার টেলিভিশনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৪:০২ পিএম
‘তালাশ’ এবার টেলিভিশনে

সম্প্রতি মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত সাইকো থ্রিলার ঘরানার সিনেমা ‘তালাশ’। এই সিনেমার মাধ্যমে ঢালিউড প🀅া রেখেছেন নবাগত নায়ক আদর আজাদ। এই সিনেমায় নতুন নায়কের সঙ্গে দেখা যাবে ঢালিউড কুই🧸ন শবনম বুবলীকে।

শোনা যাচ্ছে, নবাগত নায়ক আদর ও বুবলীর রসায়ন দর্শকদের মন কেড়েছে। শুক্রবার (১৭ জুন) মুক্তি পেয়ে সিনেমাটি এখনও তার একমাস পূর্তি করেনি। এদিকে এক মাস যাবার আগেই শোনা গেছে নতুন খবর। ঈদুল আযহা উপলক্ষে বিশেষ আয়োজনে সিনেমাটি দেখাবে ‘দীপ্ত টিভি’। যার মাধ্যমে দর🐬্শকরা ঘরে বসেই নতুন এই সিনেমাটি দেখতে পাবে। 

দীপ্ত টিভি জানায়, শুধু ‘তালাশ’ নয়, এবারের ঈদুল আজহার সাত দ꧋িনের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পাঁচꦬটি বাংলা সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। 

এগুলো হলো- ঈদের দিন তৌকীর আহমেদের পরিচালনায় ‘স্ফুলিঙ্গ’। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, পরীমণি, মম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন ‘তালাশ’। ঈদের তৃতীয় দিন রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় ‘নোনা জলের কাব্য’। অভিনয় করেছেন তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ঈদের চতুর্থ দিন থাকছে ইফতেখার শুভর ‘মুখোশ’। অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি, রোশন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম। ঈদের পঞ্চম দিন থাকছে তৌকীর আহমেদের ‘হালদা’। অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর ಞরহমান বাবু। সবগুলো সিনেমা প্রচারিত হবে দুপুর ১টায়।

Link copied!