বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা । রোববার (২৩ জুন) আইনিভাবে বিয়ে করেন। তার স্বামীর নাম জহির ইকবাল। আর সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি এখন ভাইরাল।
ভারতীয় সংবাদমাধ্যম🅘ের প্রতিবেদন অনুযায়ী পরিবার ও কাছের মানুষদের নিয়ে রেজিস্ট্রি করেছেন জহির-সোনাক্ষী। কিন্তু এতদিন জাহিরের সঙ্গে প্রেম-ভালোবাসা ও বিয়ে নিয়ে একদম ‘স্পিকটি নট’ ছিলেন অভিনেত্রী। তবে বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজেই কয়েকটি ছবি পোস্ট করেছেন বলি তারকা।
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে রেজিস্ট্রি খাতায় তাদের স্বাক্ষর করতে দেখা ဣগেছে। এছাড়া যুগলবন্দী অবস্থায় বিভিন্ন খুনসুটির দৃশ্যও ফ্রেমবন্দী করেছেন। ছবিতে সাদা রঙের টুইনিংয়ে নজর কেড়েছেন জাহির-সোনাক্ষী। দু’জনের চোখে-মুখেই উচ্ছ্বাস ছিল।
এছাড়া জীবনের বিশেষ মুহ🔯ূর্তের ছবিগুলো পোস্ট করে প্রেমিক জহিরের প্রতি আরও একবার ভ⛄ালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী। একইসঙ্গে জানালেন, বিয়ের জন্য এই ২৩ জুনই বেছে নেয়ার কারণ।
বলি তারকা সোনাক্ষী লিখেছেনꦯ, ‘আজ থেকে ঠিক সাত বছর আগে আজকের এই দিনে (২৩ জুন ২০১৭) আম🌳রা একে অপরের চোখে ভালোবাসা দেখেছিলাম। ওই দিনই ভেবেছিলাম দু’জনার চারহাত এক করে পুরো জীবন একসঙ্গে কাটাব। অবশেষে সেই দিনটি আমাদের জীবনে এল।’
‘অনেক বাধা-বিপত্তি কাটিয়ে ভগবানের আশীর্বাদ ও সবার ভালোবাসায় নতুন অধ্যায়ের শুরু হ💞লো। আজ থেকে আমরা স্বামী-স্ত্♎রী। আশা করি আমাদের আগামীর দিনগুলো সুখের হবে।’
এদিকে সোনাক্ষীর পোস্ট থেকে এটা স্পষ্ট যে―২০১৭ সালের ২৩ জুন একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। আর সে🐲ই প্রণয় পরিণয়ে বাস্তবায়ন হতে যাওয়ায় তারিখটি বিশেষ করে রাখতেই ২৩ জুন বিয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছেন তারা।