• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্রাচে ভর দিয়ে হাঁটছেন কেন হৃতিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৯:০৭ এএম
ক্রাচে ভর দিয়ে হাঁটছেন কেন হৃতিক
হৃতিক রোশন । ছবি:সংগৃহীত

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত সিনেমা ‘ফাইটার’। এতে বি⭕মানসেনা অফিসারের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে।

‘ফাইটার’ সিনেমার মাধ্যমে ভারতে প্রথমবার চলচ্চিত্রের পর্দায় দর্শকরা দেখল ‘অ্যারিয়াল অ্যাকশন’। এ সিনেমার জন্য গত দুই বছর ভীষণ পরিশ্রম করেছেন হৃতিক। শরীরকে একটি নির্দিষ্ট আকার দিতে ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়েছেন।
পাশাপাশি খাওয়াদাওয়া একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সিনেমা মুক্তি পর থেকে সেভাবে আর ক্যামেরার সামেন দেখা যায়নি তাকে। বুধবার নিজের ছবি দিলেন অভিনেতা। সেখানেই দেখা যাচ্ছে, ক্রাচের সাহায্যে ভর দিয়ে হাঁটছেন। হৃদিকের এ ছবি দেখে ভক্তরা ভাবছেন তিনি বড় কো𓃲নো দুর্ঘটনায় পড়েছে𝄹ন কিনা!

এলোমেলো চুল, গাল ভর্তি দাড়ি, পরনে হাফ প্যান্ট। দুই হাতে ক্রাচ। দিন কয়েক আগেই অভিনেতার পেশিতে টান লাগে, কিছুটা আঘাত পান তিনি। ফলে চ꧙লতে ফিরতে অসুবিধা হয়। হাঁটতেও পারছেন না সেভাবে। তবে তারকা বলেই♊ ক্রাচ ব্যবহার করবেন না, তেমনটা নয়। বরং সুস্থ হয়ে উঠতেই ক্রাচ ব্যবহার করছেন।

হৃ൩তিক তার এ কঠিন সময়ে জানান, পুরুষেরা অনেক সময় শক্ত দেখাতে গিয়ে নিজের স্বাস্থ্যের কথা ভাবেন না। উদাহরণ হিসেবে নিজের দাদু ও বাবার কথাও উল্লেখ করেন। এ বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন।

হৃতিক তার পোস্টে লেখেন, ‘জানি না, আপনাদের কতজনের ঠিক হুইলচেয়ারে বসে বা ক্রাচ নিয়ে হাঁটার অভিজ্ঞতা রয়েছে। আমি 💫আমার ঠাকুরদাকে দেখেছি। শারীরিক কষ্ট রয়েছে। তবু হুইলচেয়ারে বসবেন না। কারণ, তাতে তার দুর্বলতা ফুটে উঠবে।’

তিনি আরও লেখেন, ‘আমার বাবাকেও দেখেছি, একরকম জেদ কর✃তে। তবে, আসলে শক্তি সেটাই যেটা তোমাকে সহজ হতে শেখায় অন্য কোনো দুশ্চিন্ত🍷া ছাড়া। সারাক্ষণ পুরুষ মানেই কঠিন— এই ছবির বিপরীতে গিয়ে ভাবলে নিজেদের কষ্টই লাঘব হয়।’

 

Link copied!