বাংলা সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয়ে অনেক দিন না থাকলে সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। এই মুহূর্তে শাবনূর অস্ট্রেলিয়া অবস্থান করছেন। সেখানে সম্প্রতি এক ফুলের মেলায় গিয়েছিলেন ফুল প্রেমি এই নায়িকা । ফুল নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে জানিয়েছেন মনের গহীনে লুকানো ♔কিছু কথা।
নন্দিত এই নায়ি🤡কা বলেন, ‘ফুল আমার খুবই প্রিয়। দেশে অনেক আপনজন আছেন বিশেষ দিনে যাদের আমি ফুল উপহার দিতাম। দেশের বাইরে আমার সবচেয়ে পছন্দ অভিনেতা টম ক্রুজ। তরুণী থাকতেই মধুমিতায় টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখেছিলাম। এই ছবি দেখেই টম ক্রুজের প্রেমে পড়ে যাই।
ছবি দেখার পর লা পেরুজ জায়গাটা আমাকে মুগ্ধ করে। ভেবেছি, এত সুন্দর অস্ট্রেলিয়া! ইশ্, কোনো দিন যদি যেতে পারতাম। তারপর সিনেমায় অভিন✅য়ের অনেক দিন পর দেখি টম ক্রুজ যেখানে শুটিং করেছেন, লা পেরুজ, সেই জায়গায়ও গেছি। সামনাসামনি জায়গাটা দেখেও মুগ্ধ হয়েছি। সত্যিই বলে বোঝাতে পারব না, প্রথমবার কতটা ভালো লেগেছিল।
এই নায়িকা বলেন, ‘“আমার ছেল༒ে আইজা🥂নকে বলেছি, আমার অনেক শখ টম ক্রুজের সঙ্গে দেখা করার। টম ক্রুজ যদি বুড়োও হয়ে যায়, তারপরও একবার দেখা করব। আমার ছেলেও বলছে, সে বড় হলে আমাকে আমেরিকা নিয়ে যাবে। দেখা করিয়ে দেবে। আমিও মুখিয়ে আছি টম ক্রুজের সঙ্গে দেখা করার। বুড়ো হয়ে গেলেও তার সঙ্গে একবার দেখা করব। আর সামনাসামনি টম ক্রুজের দেখা পেলে একগুচ্ছ গোলাপ দেব।”
টম ক্রুজ ছাড়াও ব্র্যাড পিটকে শবিনূর ভীষণ পছন্দ করেন। 𓂃 শাবনূর বলেন, “ লিওনার্দো ডিক্যাপ্রিও তো আমার ক্রাশ। টাইটানিক দেখার পর থেকেই সে আমার ক্রাশ। মনে মনে লিওনার্দো ডিক্যাপ্রিওর নায়িকা হতে না চাইলেও ভালো লাগত আরকি। চকলেট বয় টাইপ হিরোরা বরাবরই আমার পছন্দ। আমি কিন্তু তাই সব সময় চকলেট বয়দের সঙ্গে কাজ করছি। খুঁজে খুঁজে চকলেট বয় হিরোদের সঙ্গে কাজ করছি। আমার নায়কদের তালিকা দেখলেও তা বোঝা যাবে। এই যেমন আমার বেশির ভাগ ছবির নায়ক সালমান শাহ, ফেরদৌস, রিয়াজ, শাকিব সবাই কিন্তু চকলেট বয়।