• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ার হাতে কঙ্গনার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কে ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৪, ১২:০৯ পিএম
বিয়ার হাতে কঙ্গনার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কে ?
কঙ্গনার এ ছবি নিয়ে চর্চা চলছে (বাঁয়ে) ছবি: সংগৃহীত

বলিউড স্টা🏅র অভিনেত্রী কঙ্গনা রꦦাণৌত। তার পাশে বিয়ারের বোতল হাতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এ ছবির ক্যাপশনে লেখা হয়েছে— ‘গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে কঙ্গনা।’

এরপর থেকে জোর চর্চায় রয়েছেন কঙ্গনা রাণৌত। মূলত, কঙ্গনার বিরোধী দল কংগ্রেসের এক কর্তা ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেন। এরপর দ্রুত তা নেট দুনিয়ায় ভাইরাল হয়। বিশেষ করে গ্যাংস্টার আবু সালেমের নাম উঠে আসায় কঙ্গনাকে নিয়ে নেটিজেন🎃দের অনেকে নেতিবাচক মনোভাব প্রকাশ ক𒐪রেছেন।

এই চর্চার মধ্যে বিষয়টি নিয়ে ༺মুখ খুললেন কঙ্গনা রাণৌত। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করে কঙ্গনা লেখেন, “কংগ্রেস পাগল হয়ে গিয়েছি। তারা এই ছবিটি ছড়িয়ে দিয়েছে। আর ক্যাপশনে লিখেছে, ‘গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে আমি পার্টি করছি।”

ছবির ব্🎐যক্তি আবু সালেম নয়। তা জানিয়ে কঙ্গনা লেখেন, ‘ছবির ব্যক্তিটির নাম মার্ক ম্যানুয়েল। তিনি টাইমস অব ইন্ডিয়ার বিনোদন বিভাগের প্রাক্তন প্রধান। এই কাজ সাংবাদিক মার্কের জন্য অসম্মানজনক। ছবির ব্যক্তি আবু সালেম নয়। একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে ছবিটি তোলা হয়েছিল।’

২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার: আ ট্রু লা♓ভ স্টোরি’ দিয়ে বলিউডে পা রাখেন কঙ্গনা। বলা হয়, এই 🌸সিনেমা গ্যাংস্টার আবু সালেম ও বলিউড অভিনেত্রী মণিকা বেদির প্রেম কাহিনি নিয়ে নির্মিত হয়েছে।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন কঙ্গনা রাণৌত। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে এবারের🌼 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা 🍸করছেন তিনি।

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাসไ’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটཧি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এটি আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দ🌳িরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি। 

Link copied!