তার ডিগ🌊বাজি আর ‘বিড়ি’ গানের পরিবেশনা দেখতে মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে প্রচুর ট্রলিংয়ের স্বীকারও হন এই অভিনেতা। বলছি চিত্রনায়ক জায়েদ খানের কথা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ খান বিষয়গুলো নিয়ে কথা বল💃েন। অভিনেতা বলেন, ‘আমি সবার ট্রল মেনে নিই। কারণ, সবাই অর্থ খরচ করছে আমাকে দেখতে। সময়টাই আসলে এমন। আমার কিন্তু কোনো বাজে অভ্যাস কিংবা নেশা নেই। তবে আমার শখ হচ্ছে ফ্যাশন করা। ভালো ভালো পোশাক, জুতা, ঘড়ি, পারফিউম এগুলোর পেছনে টাকা খরচ করি।’
পাশাপাশি মুকেশ আম্বানি জায়েদ খানকে কল করেছেন ছেলের বিয়ের দাওয়াত দিতে! এ ধরনের একটি অডিও রে🥂কর্ড সম্প্রতি ভাইরাল হয়েছে। কিন্তু অভিনেতার সময় না থাকায় দাওয়াত ফিরিয়ে দিয়েছেন 𓄧তিনি। কারও তৈরি করা এই মজার অডিও নিয়েও কথা বলেন জায়েদ খান।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘দেখেন অডিওটি মিলিয়ন ভিউ হয়েছে। 🐲মানুষ তো শুনছে। সামাজিক মাধ্যমে আলোচনায় না থাকলে হারিয়ে যেতে হবে।’
এবারের ঈদে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি হলে খুব বেশি না চললেও সামাজিক যোগাযোগমাধ্ဣযমে সাড়াও পেয়েছেন অভিনেতা। যা নিয়ে খুব খোশমেজাজে কেটেছে নায়কের এবারের ঈদ। ২০০৮ সালে জায়েদ খান ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন জায়েꩲদ খান।