• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জায়েদ খানকে নিয়ে যা বললেন এই মডেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৭:৪৬ পিএম
জায়েদ খানকে নিয়ে যা বললেন এই মডেল
জায়েদ খান-মুমতাহিনা চৌধুরী টয়া। ছবি: কোলাজ

ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। অভিনয়ের চেয়ে মডেলিং করে দর্শকদের প্রশংস🥀া কুড়িয়েছেন। বিশেষ করে ‘লোকাল বাস’ গানের ভিডিওতে পারফর্ম করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন। এবার দেশের 🌄আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন টয়া।

জায়েদ খানের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন কী না? এমন প্রশ্নের জবাবে টয়া বলেন, ‘সবাই ওনার ফান💖ি পার্টটাই দেখছে। কিন্তু এই ফানি মানুষটাকে দিয়েই এমন কিছু বের করানো সম্ভব, যা এখনো কেউ আবিষ্কার করতে পারেননি। ওনাকে দিয়ে ভালো কিছু করানো যাবে, যদি কোনো ভালো ডিরেক্টর, কোনো ভালো গল্পে 🐟ওনার মতো করে কোনো চরিত্র বের করেন।’

জায়েদ খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে টয়া বলেন, ‘ওনার অভিজ্ঞতা💝 আছে, অনেক 🉐সিনেমায় কাজ করেছেন। কাজেই ওনার সাথে মিল করে এমন একটি গল্প হলে বা গল্প ভালো হলে, ভালো কোনো চরিত্র পেলে তার সাথে কেন কাজ করব না?’

অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন টয়া। খুꩵব দ্রুতই কাজে নিয়মিত হবেন বলেও জানান এই অভিনেত্রী। 

Link copied!