পবিত্র ঈদুল ফিতরে হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর ২’। নির্মাতা আশফাক ꩲনিপুণের এ সিরিজটি অনেকের মতে দেশের ইতিহাসের সেরা ওয়েব সিরিজ। প্রশংসায় তাই ভাসছে পুরো টিম। এরমধ্যে ‘মহানগর’ সিরিজের নতুন পর্ব আসার গুঞ্জন শোনা যাচ্ছে।
এ প্রসঙ্গে হই🎃চই বাংলাদেশের পরিচালক সাকিব আর খান রোববার (২৩ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, “‘মহানগর ৩’ করার ইচ্ছা রয়েছে। ‘মহানগর ২’ তো সেভাবেই শেষ হয়েছে। এখন দেখা যা𓄧ক। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে কিছুই নিশ্চিত নয়।”
এ সিরিজের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ব🎃িষয়টি নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “গল্প এখানে শে🎃ষ হয়নি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ‘মহানগর ৩’ আসছে।”
তব♕ে এখনই এ নিয়ে কিছু ঘোষণা করেননি নির্মাতা আশফাক নিপুণ। তিনি অনির্বাণের পোস্টের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “ওমা, আমাকে না জানিয়েই?”