রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া’র টিজার প্রকাশিত হয়েছে সম্প্রতি। থ্রিলারের মোড়কে সাজানো সে ঝলক দেখে দর্শক আগ্𒉰রহী হচ্ছেন। এ𓃲ই ওয়েব ফিল্মের মাধ্যমে অনেকদিন পর অভিনয়ে ফিরছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ওটিটিতে ওয়েব ফিল্ম ‘মায়া’।
‘মায়া’র নাম-ভূমিকায় আছেন আলোচিত এই মডেল🐻 ও অভিনেত্রী। চরিত্র নিয়ে তিনি বলেন, ‘মায়া খুবই সাধারণ একটা মেয়ে। দেশের অনেক মেয়েই কোনো না কোনোভাবে মায়ার সঙ্গে নিজের মিল খুঁজে পাবে। যারা সংসারের উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, টানাপড়েনে পড়েছে, তারা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। একটা মেয়ের জীবন কেমন হয়, বিপদে পড়লে কিভাবে মোকাবেলা করে, এসব দেখা যাবে ছবিতে।’
দেড় দশকের বেশি সময় ধরে শোবিজে আছেন এই অভিনেত্রী। তবে বড় পর্দায় তাকে পাওয়া যায়নি। নতুন কাজ নিয়ে ফেরার প্রতিক্রিয়ায় সারিকা বলেন,“আমার তো কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেই। তাই সেভাবে দেখতে পাচ্ছি না, কেমন রেসপন্স আসছে। কয়েকজন ফোন 💛করে জানিয়েছেন, ভালো লেগেছে। রাফী ও তার পুরো টিম, আমি, ইমন সবাই অনেক পরিশ্রম করেছি ছবিটার জন্য’ আশা করি ফিল্মটি আলোচনায় আসবে।”
নতুন কাজ নিয়ে এই অভিনেত্রী বলেন, “অনেক দিন ধরেই বলছি, ভালো ছবি পেলে করব। কয়েকটা ছবি ন🌄িয়েই কথা হয়েছে, ব্যাটে-বলে মেলেনি। সুতরাং ওগুলো নিয়ে কথা বলে লাভ নেই। ওটিটিতে আব্দ🌊ুল্লাহ মোহাম্মদ সাদের একটি প্রজেক্টে অভিনয় করেছি। কিন্তু এটা সম্পর্কে কিছু বলতে পারছি না, নিষেধাজ্ঞা আছে। নাটকে খুব সিলেক্টিভ কাজ করি, তাও বিশেষ করে ঈদের সময়।”
সারিকা ২০০৬☂ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্য🍌ামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।