• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিব-মিমির ‘তুফান’ দেখে যা বললেন কলকাতার তারকারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০১:২৫ পিএম
শাকিব-মিমির ‘তুফান’ দেখে যা বললেন কলকাতার তারকারা

ভারত সহ বিশ্বের ১৫ টি দেশে মুক্তি পেয়েছে শাকিব- মিমি অভিনীত সিনেমা ‘তুফান’। আর সিনেমাটি দেখে প্রশংꦅসায় ভাসালেন টলিউডের নামিদামি তারকাগন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা থেকেই জমে উঠেছে টালিগঞ্জ। এদিন কলকাতায় তুফানের স্পেশাল স্ক্রিনিংয়ের আ𝓀য়োজন করা হয়। এ সময় শাকিব খানকে দেখতে টলিউডের তারকাদের মধ্যে দেখা গেল চূড়ান্ত উন্মাদনা।

এক কথায়, সারা কলকাতায় তুফান ছবি ঘিরে অভূতপূর্ব সাড়া। ভারতবর্ষের দর্শকরা অপরিসীম ভালোবাসা জানালো শাকিব খান এবং তার ছবির সকল সদস্যদের। বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন টালি তারকারা। তাদ꧃ের মধ্যে প্রসে🌊নজিত চ্যাটার্জি, দেব, শুভশ্রী গাঙ্গুলীও আছেন।

কলকাতার সাউথ সিটি শপিং মলে এদিন তুফানের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন বিক্রম চ্যাটার্জি, কৌশনী, বনি সেনগুপ্ত, মধুমিতা সরকার, ইধিকা পাল, অনিন্দ♍্য চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভসহ ওপার বাংলার এক ঝাঁক তারকা শিল্পী। প্রিমিয়ার শেষে সাংবাদিকদের সৌরভ বলেন, ‘দারুণ! আজকে একেবারে টলিউড ক্ষেপে গেছে তুফানের সিনে। তুফানের জন্য অনেক অনেক শুভকামনা। খুব-খুব ভালো হয়েছে।’

অভিনেত্রী দর্শনা বণিক বলেন, ‘তুফানের জন্য শুভকামনা।
অনেক ভালো হয়েছে। বাংলাতে এমন অ্যꦆাকশন ফিল্ম আরও হোক।’  

অভিনেত্রী কৌশানী বলেন, ‘বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি ওখানকার মানুষ শাকিবকে রজনীকান✱্তের মতো ভালোবাসেন। আমি শুনেছি ওখানে তুফান ব্লকবাস্টার হয়ে গেছে। ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছ𓆉ে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও তুফান সফল হবে।’

শাকিবের প্রাক্তন নায়িকা ইধিকা পাল বলেন, ‘তুফান আমার কাছে খুব ভালো꧅ লেগেছে। বিশেষ করে শাকিবের যে প্রেজেন্টেশন আমি জাস্ট ভাবছিলাম কত পরিশ্রমই না তাকে করতে হয়েছে। সে নিজেকে উৎরে দিয়েছে। পুরো টিমকে অভিনন্দন। কলক🐭াতার মানুষ তুফানকে বরণ করে নিক।’

শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে ব্লকবাস্টার হিট ছবি ‘তুফান’। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। যেখানে উঠে এসেছে নব্বই𝓰 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রওমুখ।

Link copied!