• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মোশাররফ করিমকে নিয়ে ভাবনার চিঠিতে কী আছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ১১:২১ এএম
মোশাররফ করিমকে নিয়ে ভাবনার চিঠিতে কী আছে
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: ফেসবুক থেকে

শুক্রবার (১৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে কলকাতার  ব্রাত্য বসু পরিচালিত চলচ্চিত্র ‘হুব্বা’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন  জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দুই বাংলায় একই  দিনে সিনে🦹মাটি মুক্তি পেয়েছে।

এরই মধ্যে ছবিতে মোশাররফের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। পশ্চিমবঙ্গের হুগলির ডন খ্যাত হুব্বা বিমলের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রে হুব্বা চরিত্রে দাপুটে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাই সাধারণ দর্শকের পাশাপাশি অনেক তারকাও প্রশংসা করছেন ছবিটির👍। যেমন ছবিটি দেখে প্রশংসাসূচক একটি চিঠি লিখেছেন আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ চিঠি লিখেন।

চিঠির শুরুতে ভাবনা লিখেছেন, ‘প্রিয় মোশাররফ করিম, গতকাল হুব্বা দ♑েখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশাররফ করিম আমাদের সকলের প্রিয় অভিনেতা, আমার সাথে তার সম্পর্কটা ছিলো একদম বাবা-মেয়ের মতন। আমি সব সময় আমার বাবার চেহারার সাথে এই লোকটার চেহারার মিল পাই, গতকাল হলে গিয়েও বারবার তাই মনে হচ্ছিল। বাবা-মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদেরও হয়তো তাই হয়েছিল, তাও অন্য লোকের কারণে। ছোট ছিলাম, আবেগ ছিল ভয়ংকর, তাই রাগও করেছিলাম অনেক। সেও বাবার মতো করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতোই কিছুই বলেনি। বড় মানুষেরা এমনই হয়।’


এই অভিনেত্রী আরও লেখেন, ‘শোনো তোমাকে বলছি, হুব্বা হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা, একের পর এক সౠিনেমা করো। কারণ তুমি ১০০-তে ২০০। আর আমি আবার জিতে গেলাম। আমার কোন সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোন ও করোনি। যদিও রিলিজই হয়েছে মোটে দুটো। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে  অনেক দিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা’

এমন চিঠি স্বাভাবিকভাবে ভাবনা ভক𝔍্তরা🌃 ইতিবাচক হিসেবে নিয়েছেন। পাশাপাশি মোশাররফ ভক্তরাও বেশ খুশি। এদিকে মোশাররফ করিম ও ভাবনা মিলে বেশ কয়েকটি নাটক করেছেন। এর মধ্যে জনপ্রিয় নাটকের তালিকায় আছে ‘যমজ ৬’ নাটকটি।

Link copied!