• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যা কিছু অর্জন করেছি, তা আমার অনেক কষ্টের : মমতাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৯:৪২ এএম
যা কিছু অর্জন করেছি, তা আমার অনেক কষ্টের : মমতাজ
মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বলেছেন, “যা কিছু অর্জন করেছি, তা আমার অনেক কষ্টের অর্জন। মা-বাবা, পীর-মুর্শিদের দোয়াও আছে। আমার এই অর্জনের পেছনে নির্দিষ্ট কোনো ব্যক্তির হাত না থাকলেও আজ সেটাকে ধ্বংস করতে কতিপয় কিছু ব্যক্তি উঠেপড়ে লেগেছে। যারা কোনো দিনই আমার সুনা🅷ম, খ্যাতি, অর্জন, ভালো থাকা কোনোভাবেই সহ্য করতে পারে নাই, তবুও আমি আমার সাধ্যমতো তাদের সম্মান ও সহযোগি🔯তা করে আসছি, কিন্তু লাভ হয়নি! সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছে।”

সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মমতাজ বেগম লেখেন, “নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয়। সুনাম নষ্ট হবে এই ভয়ে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয়, তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জা🔜নে না।”

মমতাজ আ𝓡রও লেখেন, “কষ্টটা হলো আমি যা না, আমি যা করিনি সেই অপবাদ আমাকে দিচ্ছ🍒ে শুধুমাত্র কিছু অর্থ স্বার্থের বিনিময়ে।আমি জানি সত্যটা ঠিকই একদিন এ দেশের মানুষ জানবে, শুধু সময়ের অপেক্ষামাত্র। আল্লাহ তুমি এই স্বার্থপর মানুষগুলোকে হেদায়েত দান কর।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থে🍃কে নৌকা প্রতীক নিয়েও জিততে পারেননি দুইবারের নির্বা꧑চিত সংসদ সদস্য মমতাজ বেগম। নির্বাচনের পর ‘ফোক সম্রাজ্ঞী’খ্যাত এ কণ্ঠশিল্পী তার আসনে ভোট কারচুপির অভিযোগ তোলেন।

 

Link copied!