চলচ্চিত্র শিল্পী সমিতির সꩲাধারণ সম্পাদক পদ নিয়ে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের মধ্যে। আদালতের রায়ে পদ ফিরে পেয়েছেন ডিপজল। তবে নায়িকা জানিয়ে রেখেছেন বিষয়টি নিয়ে আবারও লড়বেন।
এমন তিক্ত পরিস্থিতির মধ্যে সারপ্রাইজ উপহার পেলেন নিপুণ🍒🌟। আর সেটা যেন আক্ষরিকভাবে দিলেন ডিপজল! হ্যাঁ, ঠিকই পড়েছেন। ৬ জুন ছিল নিপুণের জন্মদিন। এদিন নিপুণ উপহার পেলেন ডিপজলের কাছ থেকে! কী সেই উপহার?
বলা যায়, এটার সূত্র🗹পাত মূলত শনিবার রাতে। শ𝓡নিবার (৮ জুন) প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন অভিনেতা।
সেখানেই ডিপজল বলেন, “ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবি🙈ধা নেই। আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত। কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি। তবে আমাদের সিনেমা হল বাঁচ🌜ানোর জন্য হিন্দি আসলেও অসুবিধা নেই।”
শেষ বাক্যটাতেই আছে মূলত নিপুণের উপহার। যেটা জা🃏নিয়েছে খোদ নিপুণ। হিন্দি ছবি আমদানিতে আপত্তি নেই ডিপজলের, এই বিষয়টিকেই উপহার হিসেবে মনে করছেন নায়িকা।
ফেসবুকে এ-সংক্রান্ত একটি সংবাদে ডিপজলের ছবি শেয়ার করে নিপুণ লেখেন, “মাই বার্থডে গিফট!”
কারণ হিসেবে নিপুণ বলেন, “চলচ্চিত্রশিল্প তথা সিনেমা হল বাঁচাতে হিন্দি ছব🙈ির প্রস্তাবটি আমি দিই। আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে ছিলাম, তখনই এই কাজটি করা হয়েছিল।”
তবে কি ডিপজল-নিপুণ দ্বন্দ্বের অবসান হচ্ছে? না, ไবিষয়টি নিয়ে এখনই বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে অনেক দিন ধরেই কথা বলে আসছেন খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে জয় লাভ করার পরও জানিয়েছিলেন, দেশীয় সিনেমা বাঁচাতে হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন। তবে এবার নিজের অবস্থান পাল্টালেন তিনি! জানান, সিনেমা 🍌হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে 💯আসলে অসুবিধা নেই।