আসছে এপ্রিলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। শিল্পীরা এখন প্যানেল গুছিয়ে নেয়ার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।🍌 অন্যদিকে সব ভোটার শিল্পীদের সঙ্গে যোগাযোগও বাড়িয়েছে🍷ন তারা। পাশাপাশি নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা ও উন্মাদনা।
আসন্ন নির্বাচনের সময় নির্ধারণের শুরু 🦂থেকেই আলোচনায় খলঅভিনেতা মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলের প্যানেল দেয়ার বিষয়টি। মিশা সওদাগর-ডিপজল প্যানেল এবার বিএফডিসির ক্যান্টিনের সামনে ইফতার আয়োজন করেছে। দুই খলঅভিনেতার প্যানেলের এই আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরা নয়, সিনেমা সংশ্লিষ্ট সবাই ইফতার করার সুযোগ পাচ্ছেন।
গতকাল (১৪ মার্চ) বিএফডিস♒ির ক্যানটিনের সামনে শিল্পীদের সঙ্গে ইফতার করেন মিশা সওদাগর-ডিপজল। এ সময় তাদের সঙ্গে ইফতারে অংশ নেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, শাহনূর, রেবেকা রৌফ, আন্না, অভিনেতা বাপ্পারাজ, আলীরাজ, ডি এ তায়েব, জয় চৌধুরী।
এ ব্যাপারে মিশা সওদাগর বল♊েন, আমরা সব শিল্পীদের সঙ্গে নিয়ে কাজ করতে ꧑চাই। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এ জন্য আমরা শিল্পী সমিতির অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।
প্রসঙ্গত, শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সহযোগী হিসেবে থাকবেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগের প্রধান থাকবেন শামসুল আলম। আরও থাকবেন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জꦛামান মজনু ও নির্মাতা সেলিম আজম।
আগামী ১৯ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু 💎তারিখ পরিবর্তন করে তা নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল।