• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘সাবিলাকে দেখে দর্শক চমকে যাবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০২:০১ পিএম
‘সাবিলাকে দেখে দর্শক চমকে যাবে’
অভিনেত্রী সাবিলা নূর। ছবি: সংগৃহীত

এই সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। তাকে দেখে 💝চেনা যাচ্ছে বটে, তবে ধাক্কা খেতে হয় ভেত⛦রে ভেতরে। গায়ের রঙ, ফ্যাকাশে মুখ দেখে দোটানায় পড়তে হয়। ভাবতে হয়, বাস্তবেই এমন হয়ে গেলেন প্রিয় অভিনেত্রী! নাকি চরিত্রের প্রয়োজনে এই গেটআপ।

পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেল, সাবিলা এমনটা সেꦛজেছেন চরিত্রের প্রয়োজনেই।

‘বিদিশা’ নামের একটি নাটকে কালো মেয়ের চরিত্রে সম্প্রত꧙ি অভিনয় করেছেন তিনি। নারী দিবসকে সামনে রেখে তৈরি হয়েছে এই বিশেষ নাটক। যেখানে সাবিলার মধ্যদিয়ে উঠে আসবে ব🌳র্ণবাদের অন্যরকম এক গল্প।

‘বিদিশা’র চিত্রনাট্য সাজিয়েছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘সাবিলা নূরকে নতুন আঙ্গিকে দেখে দর্শকরা চমকে যাবেন। অনেকদিন মনে রাখার মতো অভিনয় করেছেন তিনি। নারী দিবসে নাটকটির মাধ্যমে নারীর সংগ্রাম ও💎 বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছি।’

শুটিংয়ে সাবিলা নূর সাবিলা নূরের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাꦯজনীন, সমু চৌধুরী, এরফান মৃধা শিবলু, অতিথি ইসরাতসহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে।

‘বিদিশা’ গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস। চিতꦉ্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। সংগীত পরিচালনায় শাহরিয়ার মার𓂃্সেল।

আꦕগামী ৮ মার্চ নারী দিবসে ইউটিউব꧅ে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। 

Link copied!