• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দর্শক শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে : জায়েদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৩:৪৩ পিএম
দর্শক শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে : জায়েদ খান
ডিগবাজি দিচ্ছেন জায়েদ খান। ছবি : সংগৃহীত

নানা কারণে🐷ই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে আলোচনায় থাকাই যেন তার পছন্দ। এবারের ঈদে মুক্তি পেয়েছে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। তবে অভিনয়ে খুব নামডাক না হলেও নিজ গুণে দর্শকদের বিনোদিত করেন এই অভিনেতা। অন্য তারকাদের মতো ঈদ অনুষ্ঠান করে বেড়াচ্ছেন জায়েদ খানও। হাজির হয়েছেন টেলিভিশন অনুষ্ঠানেও।

জায়েদ খান মানেই ডিগবাজি, এই ব্র্যান্ডিংকে কীভাবে দেখেন—এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘উপভোগ করি। এটা সিগনেচার স্টেপ। আমি বিভিন্ন দেশে শো করতে গেছি, 𒁏এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকেরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। একটা জায়গায় ভুল করে ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে,⭕ ডিগবাজি জায়েদ খান। এটা সিগনেচার হয়ে গেছে।”

জায়েদ খান
অনেক বছর পর ঈদে মুক্তি পেল জায়েদ খান অভিনীত কোনো সিনেমা। বেশ সাড়াও পেয়েছে ‘সোনার চর’, যা নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা। অনেকে অবশ্য শুধু জায়েদ খানের অভিনয় দেখতেই হলে যাচ্ছেন। সিনেমাটির পরিচালনা করেছেন জাহিদ হাসান। জায়েদ খান জানিয়েছিলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ের গল্প নিয়ে তৈরি ‘সোনার চর’।
সিনেমাটিতে আরও অভিনয়🎉 করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান💯 সেলিম, শবনম পারভীনসহ অনেকে।

Link copied!