সবাইকে কাঁদিয়ে না ফেরা🌊র দেশে পাড়ি জমিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সীমা দেও। গত কয়েক বছর ধরে আলঝাইমার রোগের সঙ্গে লড়াই করছিলেন সীমা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। অভিনেত্রীর ছেলে নির্মাতা অভিনয় দেও মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবে✅দনে জানানো হয়েছে, অভিনয় দেও বলেন, ‘‘পরলোকের উদ্দেশে যাত্রা করেছেন মা। সুস্থই ছিলেন। তিনি আলঝাইমার্সে ভুগছিলেন। এছাড়া অন্য কোনো অসুস্থতা ছিল না✅ তার।’’ এর আগে, ২০২০ সালেও মায়ের অসুস্থতা নিয়ে টুইট করে সকলকে তাঁর সুস্থতা কামনা করার আরজি জানিয়েছিলেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারি মাসেই মারা যান🔥 বলিউডের জনপ্রিয় অভিনেতা রমেশ দেও। বছর দেড়েকের মধ্যেই চিরবিদায় নিলেন স্ত্রী সীমা দেও। তাদের দুই পুত্রসন্তানও বলিউডের প্রতিষ্ঠিত। পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন অভিনয় দেও। অন্যদিকে অজিঙ্কা দেও নামজাদা অভিনেতা। অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।