একসঙ্গে একাধিক সিরিজ কিংবা নাটকে অভিনয় করলে বন্ধুত্ব 💝আরও গভীর হওয়ার কথা থাকলেও টালিউডে ঘটেছে ভিন্ন কান্ড। ভারতের ছোট পর্দার অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে শুট🎐িং ছেড়ে বেড়িয়ে গিয়েছেন আরেক অভিনেত্রী তৃণা সাহা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘বিনোদন এক্সপি’র এক প্রতিবেদনে জানা গেছে, সোহিনী সরকারে🅷র সঙ্গে বিবাদে জড়িয়েছেন তৃণা সাহা। মেকআপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে মনোমালিন্যের সূত্রপাত। তৃণা দাবি করেছিলেন তারও সোহিনীর মতো আলাদা ব্যবস্থা চাই। প্রযোজনা প্রতিষ্ঠান সোহিনীর ব্যক্তিগত যে মেকআপ ♑ও হেয়ার স্টাইলিং টিম সুবিধা দিচ্ছেন সেরকম মেকআপ টিমের বায়না ধরেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা।
‘মাতঙ্গী’র টি📖মের একাংশের দাবি, তৃণা নাকি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রসঙ্গে ভালো করে কথা বলেননি। এমনকি পরিচালকের সঙ্গেও অভিনেত্রী দুর্ব্যবহার করেন বলে দাবি করেন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, আর্টিস্ট গ্রুপে নাকি সোহিনী কারো নাম না করেই লেখেন, ২০১৮ সাল থেকে নিজের যোগ্যতায় আলাদা স্টাইলিং টিম পেয়ে আসছেন তিনꦺি। তাই অপেক্ষা করলে সময়মতো সকলের জন্যই বন্দোবস্ত হয়। আর সেই কথা চাউর হতেই নাকি অপমানিত বোধ করেন তৃণা সাহা। তারপরই শুটিং ছেড়ে বেরিয়ে যান তিনি।
তবে দুই নায়িকার ‘ক্যাট ফাইট’-এর জেরে সিরিয়ালের কাজ বন্ধ প্রায়। এদিকে তৃণা সাহার সঙ্গে অর্ধেকেরও বেশি অংশের শুটিং হয়ে গিয়েছে। নতুন কাউকে কাস্ট করা সম্ভব নয়। এদিকে মনোমালিন্য চলতে থাকলে যে প্রযোজনা প🤡্রতিষ্൲ঠান বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে জানা গেছে।