ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’ সাড়া ফেলেছিল দর্শক ম🦹নে। ক্রমশ অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আওয়াজ দিচ্ছিল। সিনেমাটি এখন পাইরেসির কবলে পড়েছে। মুভি সাইটগুলোর পাশাপাশি এখন ইউটিউবেও পাওয়া যাচ্ছে সিনেমাটি। এমতাবস্থায় সিনেমার পাইরেসি ও সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হাজির হয় ‘সুড়ঙ্গ’ টিম।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে রাজধানীর মিন্টু রোডস্থ ডিবি কার্যালয়ে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন ‘সুড়ঙ্গ’ সিনেমার টিম। সেখানে উপস্থিত ছিলেন রায়হান রাফি, আফরান ⭕নিশো, তমা মির্জা ও শাহরিয়ার শাকিল। তবে ‘সুড়ঙ্গ’ টিমের সঙ্গে দেখা গেছে ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানকেও।
ডিবি প্রধান হারুন অর রশীদ ‘সুড়ঙ্গ’ টিমকে🃏 আশ্বস্ত করে বলেন, ‘সত্যি এটা দুঃখজনক। প্রযোজকসহ তারা সবাই মিলে সুন্দর একটি সিনেমা নির্মাণ করেছেন, বাংলাদেশের ৬৪ জেলাসহ পৃ𝓀থিবীর বিভিন্ন দেশে প্রদর্শনী হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সিনেমাটা দেখেছে।’
হারুন আরও বলেন, ‘গুটি কয়েক প্রতারক চক্র 🐼সিনেমাটিকে পাইরেসি করে অনলাইনে-ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত করে তারা অবৈধভাবে টাকা ইনকাম করার চেষ্টা করছে। এটা খুবই অন্যায়। যারা বিভিন্ন জায়গায় এটা আপলোড করছে, ডিজিটাল নিরাপত্তা আইনে তারা অপরাধী। যারা এই অন্যায় করছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে দ্রুত ভিডিও নামিয়ে ফেলুন, না হয় ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা মামলা দিতে বাধ𝕴্য হবো।’
এর আগে নির্মাতা রায়হান রাফী জানান, ‘কপিরাইট ক্লেইমের মাধ্যমে এরই মধ্যে ইউটিউবের সব কপি বন্ধ করা হয়েছে। তবে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে এখনো রয়ে গেছে কিছু কপি। সেগুলো ব্লক করার বিষয়ে কাজ চলছে﷽।’
এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষ𒊎াগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। পরে পর্যায়ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছে ছোট পর্দার বড় তারকা আফরান নিশোর। ‘সুড়ঙ্গে’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি নির্মাণ করেছেন রায়♓হান রাফী।