দুধারার সিনেমায় দুজনই ব্যাপক জনপ্রিয়। বলছি জনপ্রিয় নায়ক শাকিব খান ও চঞ্চল চৌধুরীর কথা। দুই তারকা এবার একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছে। সিনেমার নাম ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ♕অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী।
ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান-এ শাকিব খান ꦫঅন্য রকম, সম্পূর্ণ ভিন্নরূপে ধরা দেবেন দর্শকদের সামনে। এমন একটি শক্তিশালী চরিত্রের বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারেন, এমন একজন শক্তিমান অভিনেতা দরকার ছিল আমাদের। আমি মনে করি, চঞ্চল ভাইয়ের কারণে চরিত্রটির প্রতি জাস্টিস হবে, অভিনয়ের একটা পাল্লাও হবে, তাই তুফান-এ ওনার সম্পৃক্ততা।’
তুফান সিনেমায় একটি বিশেষ চরিত্র নিয়ে পর্দায় হাজির হবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে চঞ্চলের চরিত্র কী, এখনই খোলাসা করছে না প্রযোজনা প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে চঞ্চলও বিশদ 🍨জানাতে চাননি। শুধু এতটুকুই বললেন, ‘এখনই চরিত্র সম্পর্কে বললে মজা নষ্ট হয়ে যাবে। তবে চরিত্রটির অনেক গুরুত্ব আছে। তা ছাড়া চরিত্রটি আমার পছন্দ না হলে তো করতামই না।’
চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘অভিনয়ের কোনো সীমা–পরিসী✨মা নাই। ক্যামিও বলেন বা বিশেষ চরিত্র বলেন, এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা চমক। হলিউড, বলিউডে এ ধরনের চরিত্র অহরহ হচ্ছে। আমাদের এখানে এটি চালু হলে দর্শকও সিনেমাতে নতুনত্ব খুঁজে পাবেন। আর সিনেমার স্বার্থে এটি ইতিবাচক হবে।’
তার ভাষ্যে, ‘রায়হান রাফি এ সময়ের প্রতিভাবান একজন পরিচালক। তিনি আলাদা একটা দর্শক তৈরি করেছেন। সেই দিক থেকে তার প্রﷺ💖তিও আমার আস্থা আছে। আর এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে।’
সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান; তার বিপরীতে কলক๊াতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও ঢাকার অভিনেত্রী নাবিলা।
শাকিব খানের সঙ্গে এবারই প্রথম কাজ করছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শাকি♎ব খানের সঙ্গে আম📖ার সখ্য বেশ ভালো। আমরা দুজন দুই ধরনের সিনেমায় কাজ করি। আমাদের দুজনেরই আলাদা দর্শক আছে। সবাইকে যদি আমরা একসঙ্গে সিনেমা হলে আনতে পারি, তাহলে সিনেমার জন্য ভালো।’
পবিত্র 🌳ঈদুল আজহায় মুক্তিকে সামনে রেখে ছবিটির শেষ মুহূর্তের কাজ চলছে। চঞ্চল এখন যুক্তরাষ্ট্রে রয়েছে। সেখান থেকে ফিরে এপ্রিল মাসের শেষভাগে ‘তুফান’-এর দৃশ্যধারণে যোগ দেবেন তিনি। তার দিন চারেক শুটিং হওয়ার কথা রয়েছে।
এদিকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ সিনেমায় দস্তুর অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চরকির ছবিটি নিয়ে দর্শকমহলে আলোচন🔯া চলছে; আলোচনার অনেকটা জুড়ে আছেন চঞ্চল।
ঈদে মুক্তি পাওয়া হইচইয়ের ‘রুমি’ সিরিজে এক অন্ধ গোয়েন্দা চরিত্রে অভিন𝄹য় করেও নজর কেড়েছেন এই অভিনেতা। সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
শাকিব খানের মতো তারকার সঙ্গে পর্দা ভাগাভাগি করাটা ঝুঁকি মনে করছেন কি না—এমন প্রশ্নের জবাবে চঞ্চল বলেন, ‘না, কোনো ঝুঁকিই মনে করছি না। কারণ, আমার চরিত্রে আমি অভিনয় করব, সেটা দর🌊্শকের কাছে কতটুকু ভালো লাগবে, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।’
তুফান পরিচালক রায়হান রাফি বলেন, ‘চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। ‘তুফান’-এ শাকিব ভাইয়ের সঙ্গে সঙ্গে তাক✨ে পাওয়াটা আমার জন্য আন🔴ন্দের।’
এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে আগে ওটিটি কনটেন্টে কাজ হয়েছে। অনౠেক দিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি তুফানকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি আমাদের জন্য গর্ব। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে। তাঁর সঙ্💃গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা হয়েছে। তুফান সিনেমায় তার এই উপস্থিতি অন্য রকম মাত্রা♒ যোগ করবে বলে আমি মনে করি।’
এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকির আরেক সিনেমা দম-এর মূল চরিত্রে অভ🐷িনয় করছেন চঞ্চল চৌধুরী। ছবিটি পরিচালনা করবেন রেদওয়ান রনি।
এর আগে ‘টেলিভিশন’, ‘মনপুরা’, ‘আয়নাবাজি’র মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘তাকদীর’, ‘কারাগার’-এর মতো আলোচিত সিরিজেও নিজেকে মেলে ধরেছেন তিনি। গত বছরের আলোচিত সিনেমা ‘হাওয়া’-তেও দেখা গেছে তাকে।
পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্র অভিনয় করেছেন তিনি। ছবিটি এই বছরই মুক্তির অপেক্ষায় রয়েছে।