• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘তুফানে’ হাউজফুল বিজিবি হল, তবে...


মো. বাবুল
প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৩:৩৭ পিএম
‘তুফানে’ হাউজফুল বিজিবি হল, তবে...
তুফান দেখতে দর্শকদের ভিড়। ছবি: সংগৃহীত

ঈদের দিন দেশের মোট তিন ভাগের দুই ভাগ হলে মুক্তি⛎  পেয়েছে সুপার স্টার শাকিব খান ౠঅভিনীত সিনেমা ‘তুফান’। এছাড়া অগ্রিম টিকেট বিক্রিতে ইতিহাস গড়েছে রায়হান রাফীর এই সিনেমা। জানা গেছে, ১২৩টি সিনেমা হলে চলছে ‘তুফান’। 

সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাসܫ্টার এবং লায়ন সিনেমাস💮 ছাড়াও বাংলাদেশ যত বড় বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানে চলছে ‘তুফান’।

ঈদের দিন থেকে  রাজধানী ঢাকার বিজিবি সিনেমা হলে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’।সোমবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার শোতে দেখা গেছে হল হাউজফুল।  হল ম্যানেজার জানান, দুপুর সাড়ে ১২টার শোতে দর্শক কিꦺছুটা কম হলেও পরবর্তী শোগুলো হাউজফুল ছিল।

এদিকে, বিকেল সাড়ে; ৩টার বিজিবি হলে সরেজমিনে গিয়ে দেখা যায় হল হাউজফুল থাকলেও প্রচণ্ড গরমে হাপিয়ে উঠেছেন দর্শক, ঘামে তাদের শরীর ভিজে গেছে। বাচ্চাসহ এক দম্পতিকে বের হয়ে যেতে দেখা গেছে। ঐ দম্পতি সংবাদ প্রকাশকে বলেন, ‘ তুফান সিনেমার টিজার দেখে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। ভালোই ছিল গল্পটি তবে গরমের কারণে বসে থাকতে পারলাম না। হলে এসি তো দুরের কথা পর্যাপ্ত ফ্যানও নেই, বাচ্চা ও আমরাꦬ ঘেমে অস্থির।

তাছাড়া হলের সাইন্ড অত্যন্ত বাজে, ভালোভাবে বুঝা যায় না।✨ যাই হ🃏োক অন্য কোনো ভালো হলে বা সিনেপ্লেক্সে ছবিটি দেখে নেবো।’

তুফান সিনেমায় অভ⛄িনয় করেছেন, শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি, নাবিলা, গাজী রাকায়েত,🔜 মিশা সওদাগরসহ অনেকে।



 

Link copied!