নরসিংদীর পলাশ উপজেলা যুব൩দলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদল মিয়া (৫০) গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর ✨এলাকায় এ ঘটনা ঘটে। বাদল মিয়া ওই ইউনিয়নের ডাংগা𓂃 গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে দলীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে গালিমপুর থেকে ডাংগার বাসার দিকে ফিরছিলেন বাদল মিয়া। পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ঘটনা𓂃স্থল থেকে দ্রুত চলে যান। এতে গুরুতর আহত হন বাদল মিয়া। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলে🌱জ হাসপাতালে নেওয়া হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভি𓃲যোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে 💎আইনগত ব্যবস্থা নেওয়া হবে।