• ঢাকা
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লক্ষ্মীপুরে ‘ধূসর হনুমান’ উদ্ধার


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৫:৩৯ পিএম
লক্ষ্মীপুরে ‘ধূসর হনুমান’ উদ্ধার
ধূসর রংয়ের হনুমান। ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে একটি ধূসর রংয়ের হনুমান স্থানীয়দের হাতে ধরা পড়েছে। হনুমানটি এখন উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর এলাকায় শ্রীবাস চক্রবর্তী নামে এক ব্যক্তির হেফাজতে রয়েౠছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে শ্রীবাস চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।&nbs🥂p;

এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় হাটবাজারে হনুমানটি দেখা যায়। তখ💟ন কয়েকজন হনুমানটিকে মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে হনুমানটি গিয়ে শ্রীবাসের কোলে ওঠে। পরে তিনি সেটিকে বাড়িতে নিয়ে যান।

শ্রীবাস জানান, হনুমানটি ক্ষুধার্ত ছিল। বাড়িতে এনে তাকে খাবার খাওয়ানো হয়েছে। লোকজনও এখন তাকে দেখতে আসে, খাবারও দেয়। সে এখন ভালো 🌺ও নিরাপদে আছে। বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে🐻। তিনি এসে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এ অঞ্চলে এর আগে হনুমান দেখা যায়নি।  

শ্রীবাসের মেয়ে তিশা চক্রবর্তী বলেন, “কয়েকজন লোক হনুমানকে মারছিল। তখন বাবা দেখে তাক🍸ে বাড়িতে নিয়ে আসে। এখন থেকে সে আমাদের বাড়িতে আছে।”

রায়পুর উপজেলা বন কর্মকর্তা🎀 চন্দন ভৌমিক বলেন, “শ্রীবাস নামে এক ব্যক্তি হনুমান উদ্ধারের বিষয়টি আমাকে জানিয়েছেন। এখন হনুমানটি তার হেফাজতে রয়েছে। দলছুট হয়ে হনুমানটি ঘটনাস্থল চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!