আপন ভগ🌳্নিপতি আয়ুসকে শাসালেন সালমান♛ খান। তিনিও নাকি তার মতো হতে চান। সালমানই নাকি তার অনুপ্রেরণা। কিন্তু বিষয়টি মোটেই পছন্দ হয়নি ভাইজানের। তাই আয়ুষকে স্পষ্ট বলে দিয়েছেন, তার মতো হয়ে ওঠার কোনও প্রয়োজন নেই।
নিজের প্রথম সিনেমা ‘লাভরাত্রি’র প্রচারের সময় আয়ুষকে প্রশ্ন করা হয়েছিল, ‘সালমানের কোন গুণগুলো তিনি নিজের জীবনে অনুসরꦉণ করতে চান?’ আয়ুষের সঙ্গে সেদিন সালমান খানও ছিলেন।
ভগ্নিপতির এমন ইচ্ছায় খুব একটা ไখুশি হতে পারেননি সালমান খান। তাই তিনিই ভগ্নিপতির হয়ে প্রশ্নের উত্তর দিযไ়ে দেন। সালমান বলেন, ‘আমার গুণগুলো ও যত এড়িয়ে চলবে তত ভাল ওর জন্য। আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়ে গিয়েছে।’ তবে আয়ুষ জানিয়েছেন, তিনি সালমানকেই গুরু মেনেছেন।
আয়ুস ২০১৪ সালের ১৮ নভেম্বর সাল🐷মানের ছোটবোন অর্পিতাকে ভালোবেসে বিয়ে করেন । আহিল ও আয়াত নামে দুই ছেলে-মেয়ে রয়েಞছে তাদের সংসারে।
সালমান খান বর্তমানে ‘সিংহাম এগেইন’ ছবির জন্যও শিরোনামে রয়েছেন, যেখানে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। রোহিত শেঠির এ ছবিটি গত ১ নভেম্বর মুক্তি পেয়েছে। এতে🌺 সালমানের উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।
সালমান খান নতুন করে আলোচনায় এসেছেন আসন্ন ছবি ‘🌃সিকান্দার’ নিয়ে। যা ২০২৫ সালের ঈদে মুক্তি পেতে চলেছে। ছবিটির শুটিংও শুরু হয়েছে। ছবিতে রাশমিকা মান্দান্না, সুনীল শেঠি ও কাজল আগরওয়ালও অভিনয় করছেন।