• ঢাকা
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্বামী জে-জেডকে টপকে বিয়ন্সের নতুন রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ১২:২৯ পিএম
স্বামী জে-জেডকে টপকে বিয়ন্সের নতুন রেকর্ড
পপ তারকা বিয়ন্সে: ছবি: সংগৃহীত

বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাকর গ্র্যামি অ্যাওয়ার্ডসে র‍্যাপার স্বামী জে-জেডকে টপকে সেরা অ্যালবাম, সেরা কান্ট্রি অ্যালবামꩲসহ সর্বোচ্চ ১১টি শাখায় মনোননয় পেয়ে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের পপ তারকা বিয়ন্সে।

বিবিসি জানিয়েছে, এই নিয়ে গ্র্যামিতে বিয়ন্সের মনোননয় সংখ্যা দাঁড়ালো ৯৯ এ। এই সংখ্যা আর কোনো শিল্পীর নেই। এর আগে এইꦚ গায়িকার স্বামী জে-জেডের✤ গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন ছিল ৮৮টি।

আগামী বছরের ২ ফেব্রﷺুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসতে চলছে। এবারের আসরে সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন। আর টেইলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রো𝓰য়ান মনোনয়ন পেয়েছেন ছয়টি করে।

ইতোমধ্যেই গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার জিতে ইতিহাস তৈরি করা এক শিল্পী হ💜লেন বিয়ন্সে। ৬৫তম আসরে মোট চারটি জিতে ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জিতে নিয়েছেন এই শিল্পী।

এর আগে প্রয়াত সংগীত পরিচালক জর্জ সলতি ৩১ বার গ্র্যামি পুরস্কার পাওয়ার সুবাদে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে আসেন বিয়ন্সে। চলতি বছরে গ্র্যামিতে বিয়ন্সের মূল প্রতিযোগিতা হবে গায়িকা টেইলর সুইফটের সঙ্গে বলে ধারণা করা হচ্ছে। সুইফট এ পর্যন্ত গ্র্যামিতে সেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন চারꦍবার।

এছাড়া ‘ইরাস ট্যুর’ নিয়ে গানের সফরের বের হয়ে গত কয়েক মাস ধরে বিশ্বের যে দেশেই সুইফট গেছেন, দর্শকদ🎃ের একটি সফল কনসার্ট উপহার দিয়েছেন। 

Link copied!