• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে কারণে মালয়েশিয়ায় যাচ্ছেন শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৪:২৭ পিএম
যে কারণে মালয়েশিয়ায় যাচ্ছেন শাকিব খান
শাকিব খান, সোনাল চৌহান । ছবি: ফেসবুক থেকে

রেমিটেন্স যোদ্ধাদের সম্মানিত করতে মালয়েশিয়ায় যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের ﷽নিয়ে আগামী ৮ ডিসেম্✱বর আয়োজিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবে এ আসর। প্রবাসী বাঙালিদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এই আয়োজন।

এ অনু্ষ্ঠানের উপস্থিত থাকবেন সুপܫারস্টার শাকিব খান। আয়োজনে আরও থাকবেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফা🦂রদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা।

এই আয়োজন প্রসঙ্গে শাকিব🦄 বলেন, ‘বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে যারা দেশ গড়ছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তাদের সম্মানিত করতে আগামী ৮ ডিসেম্বর আমি আসছি ইনসিয়া রেমিটেন্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন থ্রিতে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মালয়েশিয়ায় নিযুক্🌊ত বাংলাদেশের হাই🎀 কমিশনার  মোহাম্মদ শামীম আহসান।

এ আয়োজনে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। একইসঙ্গে  সর্বোচ্চ রেমিন্টেস পাঠানো প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এছাড়া যারা  বিভিন্ন খাতে অবদানꦗ রেখে দেশের অর্থনীত♔ির চাকা গতিশীল রেখেছেন তাদেরকেও সম্মানিত করা হবে। এ অনু্ষ্ঠান আয়োজন করবে রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট।

শাকিব খান বর্তমানে ভারতে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এদিকে💜 জনপ্রিয় এই নায়কের নতুন প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে ১৫ নভেম্বর।

Link copied!