• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন যে খবর দিলেন তুফান অভিনেত্রী নাবিলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১০:৫২ এএম
নতুন যে খবর দিলেন তুফান অভিনেত্রী নাবিলা
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছবি: সংগৃহীত

সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমায় অভিনয় করে দর্শকমাত করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমা🙈ন নাবিলা। এবার ফের দিলেন নতুন খবর। তবে এবার সিনেমায় নয়, ফিরছেন টেলিভিশনে। দীর্ঘদিন পর ꩲফের উপস্থাপিকা হয়ে টিভি পর্দায় আসছেন নাবিলা। শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে তার উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনী’র রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি’।

প্রত🦂ি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। দেশসেরা রন্ধনশিল্পীদের নির্বাচিত ১০০টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দু’জন রন্ধন🧜শিল্পী দু’টি রেসিপি করে দেখাবেন।

এ অনুষ্ঠানের মাধ্যমে আবার উপস্থাপনায় ফেরা সম্পর্কে নাবিলা বলেন, ‘সিনেমার কাজে ব্যস্ত থাকায় মাঝে 𒆙বেশ কিছুদিন উপস্থাপনা থেকে বিরত ছিলাম। আবার এখানে ফিরতে পেরে ভালো লাগছে। বিশেষ করে এ অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে 🍷আকৃষ্ট করেছে। দক্ষ রন্ধনশিল্পীদের হাতে চমৎকার সব রান্নার রেসিপি দেখার অভিজ্ঞতা বেশ আনন্দের ছিল। পুরো কাজটি আমি খুব উপভোগ করেছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

অনুꦓষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান। 

Link copied!