• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টেইলর সুইফটের কনসার্টে নাচছেন ট্রুডো, ভিডিও ঘিরে নিন্দার ঝড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৪:৫৪ পিএম
টেইলর সুইফটের কনসার্টে নাচছেন ট্রুডো, ভিডিও ঘিরে নিন্দার ঝড়
টেলর সুইফ্টের কনসার্টে নাচছেন ট্রুডো। ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্টে নাচছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার (২৩ নভেম্বর) রাতে টরোন্টোর রজার্স সেন্টারে ꧃সুইফটের এই কনসার্ট ছিল। সমস্ত টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। দর্শকাসন ছিল পরিপূর্ণ। তারই মাঝে ছিলেন ট্রুডো। ডার্ক শার্ট ও জিনস পরে গিয়েছিলেন তিনি। গ্র্যামিজয়ী শিল্পীর বিখ্যাত গান ‘ইউ ডোন্ট ওন মি’র ছন্দে দুহাত তুলে নাচছিলেন প্রধানমন্ত্রী।

ভার‍ত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ টাল🐻মাটাল। তা নিয়ে টানাপোড়েন তো চলছেই। এর মধ্যেই আবার মন্ট্রিয়লে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ন্যাটো-বিরোধী পদযাত্রাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিশকে স্মোক-বোমাও ছুড়তে হয়েছে বলে খবর। টরন্টোতে নাকি ইজরায়েলের প্রধ🍃ানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। হিংসার অভিযোগে একাধিক গ্রেপ্তারিও হয়েছে।

এমন পরিস্থিতিতে⛦ই ভাইরাল হয়েছেꦐ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাচের ভিডিও।

ট্রুডোর এই ভিডিও সোশাল মিডিয়ায় দাবানলের🧸 মতো ছড়িয়ে পড়ে। তাতেই একজনের মন্তব্য, ‘এটাই বাস্তব। মন্ট্রিয়ল পুড়ছে আর জাস্টিন ট্রুডো টেইলর সুইফটের কনসার্টে তরুণীদের ফ্রেন্ডশিপ ব্যান্ড দেওয়া-নেওয়া করছেন আর নাচছেন আনন্দে।’ কানাডার প্রধানমন্ত্র𝔍ীর এই নাচকে রোমের সম্রাট নিরোর বাঁশি বাজানোর সঙ্গেও তুলনা করা হয়েছে। দেশের সমস্যার সমাধান করার বদলে তিনি কেন টেইলর সুইফটের কনসার্টে গিয়ে নাচে মশগুল? তা নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলেছেন।

Link copied!