এ সময়ে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী পরিচালকদের মধ্যে অন্যতম আলেহান্দ্রো গনজালেস ইনারিতু । ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য রেভেন্যান্ট’ ছবির সুবাদে অস্কারে সেরা পরিচালক হন ইনারিতু। এর আগে ‘বারജ্ডম্যান অর দ্য আনএক্সপেক্টেড💎 ভার্চ্যু অব ইগনোরেন্স’ ছবির জন্য সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যকার ও সেরা প্রযোজক হিসেবে তিনটি অস্কার জেতেন তিনি।
এবার ম্যাক্সিকান পরিচালক ইনারিতুর পরের সিনেমায় দেখা যাবে টম ক্রুজকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এল🍸েও চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি ও ডেডলাইন খবরটি নিশ্চিত করেছে। ২০১৫ সালে অস্কারজয়ী ‘দ্য রেভেন্যান্ট’-এর পর এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম ইংরেজি সিনেমা।
জানা গেছে, কঠোর গোপনীয়তার মধ্যে এই সিনেমౠার কাজ এগিয়েছে। পরিচালনার সঙ্গে ছবিটির প্রযোজক ও সহচিত্রনাট্যকারও ইনরিত। সিনেমার বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি। টম ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং’ সিনেমায়।
অন্যদিকে ‘২১ গ্রামস’, ‘༺বাবেল’, বিউটিফুল’, ‘বার্ডম্যান’ থেকে ‘দ্য রেভেন্যান্ট’ বানিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন আলেহান্দ্রো গনজালেস ই🅘নারিতু। সেরা নির্মাতা হিসেবে দুবার অস্কার জিতেছেন ৬০ বছর বয়সী এই নির্মাতা।