পুত্রসন্তানের বাবা হলেন টালিউডের সুপারস্টার জিৎ। দ্বিতীয় সন্তান জন্মের খবর সামাজিকমাধ্যমে নিজেই জানিয়💧েছেন এই অভিনেতা।
সোমবার (১৬ অক্টোবর) সামাজিকমাধ্যমে জিৎ লেখেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার𒀰্থনায় রাখবেন আমাদের। ’
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে স্ত্রী ও কন্যাসন্তানের সঙ্গꦯে বিশেষ ফটোগ্রাফের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন জিৎ। সেই সময় ক্যাপশনে লিখেছিলꦜেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। আমাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে। সবার আশীর্বাদ কামনা করছি।’
এছাড়াও ভারতীয় 𒁃সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস অভিনেতা জিতের বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছে।
২০১১ সালে লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন জিৎ। ত🅺াদের মেয়ের নাম নবন্যা। এবার এল জিৎ-মোহনার কোলে এল রাজপুত꧑্র।