ভারতীয় ধারাব🤪াহিক ‘আজুনি’র শুটিং চলাকালে হঠাৎ করেই সেটের মধ্যে চিতাবাঘ আক্রমণ করে। এসময় অভিনেতা শ𝓀োয়েব ইব্রাহিমসহ প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ভারত✅ীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, শুটিং চলাকালে হঠাৎ করে চিতাবাঘ ঢুকে যায়। এরপর সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সেটে থাকা একটি কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে ওই চিতাবাঘটি। এতেই ভয় ছড়ায় সবার মাঝে। চিতাবাঘের আক্রমণে কুকুরটি জখম হলেও বাকিদের কোনো ক্ষতি হয়নি।
এদিকে অভিনেতা শোয়ে😼ব কিছুদিন আগেই ধারাবাহিকটি ছাড়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, এই সময় পরিবারকে সময় দিতে চাই। তবে শেষ মুহূর্তে প্রয๊োজকের অনুরোধে সিদ্ধান্ত বদলান তিনি। পরে জানা যায় কিছু শর্তের বিনিময়ে কাজে ফিরেছেন শোয়েব।
অভিনেতা শোয়েব ইব্রাহিম 🐲কিছুদিন আগেই বাবা হয়েছেন। স্ত্রী অভিনেত্রী দীপিকা কক্কর গত ২১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এই তারকা জুটি ছেলের নাম রেখেছেন রুহান।