• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হালাল-হারাম নিয়ে ভাবেন বর্ষা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০১:৪৫ পিএম
হালাল-হারাম নিয়ে ভাবেন বর্ষা
আফিয়া নুসরাত বর্ষা। ছবিঃ সংগৃহীত

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ও শিল্পপতি-অভিনেতা অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভয়ংকর ট্রলের শিকার হন এই অভিনেত্রী। সেই অভিজ্ঞতার বিষয়গুলো নিয়ে সম্প্রতি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু কথা পোস্ট করেছেন এই না🍎য়িকা। দিয়েছেন শিক্ষণীয় বার্তা।

পোস্টের শুরুতেই বর্ষা লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে, নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে, সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন।🐓 এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি, আবার নেতিবাচক খবরও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয়; যা 🦩কাম্য নয়।’

পোস্টের শেষ ভাগ💜ে ಞনেতিবাচক ও তুচ্ছ বিষয়গুলোর গুরুত্ব বুঝিয়ে বর্ষা আরও লেখেন, ‘এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সবচেয়ে জরুরি, হালাল-হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।’

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী বর্ষার ২০১০ সালে স্বামী নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিপরীতে ‘খোঁজ: দ🐎্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। এরপর জলিলের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন ডজনখানেক সিনেমায়। প্রথম ছবির পর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন তারা। তাদের ঘর আলো করে ২০১৪ সালে জন্ম নেয় আরি🌱জ ইবনে জলিল ও ২০১৭ সালে আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান।

Link copied!