• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দেশে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য নান টু’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৪:৩২ পিএম
দেশে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য নান টু’
‘দ্য নান টু’ সিনেমার পোস্টার। সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘দ্য নান টু’। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর স্ট✃ার সিনেপ্লক্সসহ বিশ্বের বিভিন্ন দ❀েশে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

হলিউডে ওয়ার্নার ব্রাদার্সের অন্যত🐽ম সফল ফ্র্যাঞ্চাইজি বলে বিবেচনা করা হয় কনজুর🅘িংকে। এখন পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির। যার প্রায় সবগুলোই সাফল্য পেয়েছে বক্স অফিসে। এর মধ্যে অন্যতম সিনেমা হচ্ছে ‘দ্য নান’।

এর আগে কনজুরিং সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম সিনেমা এটি। ২০১৮ সালে মুক্তি পাওয়া আদ🌳িভৌতিক গল্পের এ সিনেমাটি ব্যাপক সাড়া পায়।

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন,𝔍  ‘‘পাঁচ বছরের পরিকল্পনার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য নান টু’। সিনেমাটি বানাতে আমরা সবাই অনেক মেধা খরচ করেছি এবং শ্রম দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে হরর সিনেমা দেখে শুধু মানুষ নয়, ভূতেরাও যেন ভয় পায়।’’

‘দ্য নান টু’-তে অভিনয় করেছেন ডেমিয়েন বিচার, টেইসা ফার্মিগা, জোনাস বল্ক𝔍ুয়েট, বনি এরন্স, ইনগ্রিড বিসু, প্যাট্রিক উইলসন ভেরা ফার্মিগা, লিলি টেলর ও সান্দ্রা টেলেসসহ অনেকেই। তবে প্রথম সিনেমাটি নির্মাণ করেছিলেন পরিচালক করিন হার্ডি।

Link copied!