• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হ্যারি পটারের ‘প্রফেসর ডাম্বলডোর’ আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০২:২৯ পিএম
হ্যারি পটারের  ‘প্রফেসর ডাম্বলডোর’ আর নেই
অভিনেতা স্যার মাইকেল গ্যাম্বন। ছবি: সংগৃহীত

হ্যারি পটারের সিরিজের ‘প্রফেসর আলবাস ডাম্বলডোর’ চরিত্রে অভিনয় করা স্যার মাইকেল গ্যাম্বন মারা গেছেন। গ্যাম্বনের ꦚমৃত্যুর সংবাদ নিশ্চিত ꦯকরেছে তার পরিবার।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে𓆏 ভর্তি ছিলেন গ্যাম্বন। এরপর বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)  ৮২ বছর বয়সে মারা যান বিখ্যাত এই অভিনেতা।

হ্যারি পটারের আটটি সিরিজের মধ্যে ছয়টিতেই ‘প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরে’র চরিত্রে অভিনয় করার জন্য মাইকেল সর্বাধিক 𒊎পরিচিত ছিলেন। এ ছাড়া ১৯৮০-এর দশকের বিবিসির জনপ্রিয় সিরিজ ‘দ্য সিঙ্গিং ডিটেকটিভ’-এ ফিলিপ মার্লো চরিত্রের জন্যও সুপরিচিত ছিলেন তিনি।

এদিকে গ্যাম্বনের স্ত্রী লেডি গ্যাম্বন ও তার ছেলে ফার্গাস এক বিবৃতিতে জানিয়েছেন⭕, আমাদের প্রিয় স্বামী ও বাবা হাসপাতালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।

১৯৪০ সালের ১৯ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন মাইকেল গ্যাম্বন। শৈশবে পরিবারের সঙ্গে লন্ডনে পাড়ি জমান তিনি। কিন্তু ডাবলিনে থাকা൲ অবস্থায় প্রথম মঞ্চ🎶ে পারফর্ম করেন মাইকেল।

লন্ডনের রয়্যাল ন্যাশনাল থিয়েটারের মূল সদস্যদের একজন হিসেবে কর্মজীবন শুরু করেন মাইকেল। শেক্সপিয়রের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। পাঁচ দশকের কর্মজীবনে টিভি, চলচ্চিত্র, থিয়েটার এবং রেডিওতে কাজ করেছেন। জীব☂দ্দশায় চারবার ‘বাফতা’ চলচিত্র পুরস্কারও জিতেছিলেনﷺ সফল এই অভিনেতা। 

Link copied!