ব্যবসায়িক লাভের আশায় ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির চর্চা অনেক আগে থেকেই। বছরজুড়🌄ে যেসব বড় আয়োজনের সিনেমা নির্🅷মাণ হয়, সেগুলোর বেশির ভাগই দুই ঈদে মুক্তির টার্গেট থাকে। এবার ঈদুল আযহায় পাঁচিটি সিনেমা মুক্তি পেয়েছে। বৈরি আবহাওয়ায়ও দর্শক পাচ্ছে রাজধানীর প্রেক্ষাগৃহগুলো।
সিনেমাপ্রেমিদের জন্য চমৎকার এক ঈদ আয়োজন হয়েছে এবার। মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা প্রাণ ফিরে পেয়েছে এই ঈদে। দিনভর বৃষ্টি হলেও বেশিরভ💟াগ সিনেমা শো থাকছে হাউজফুল। দর্শকদের উৎসাহ বেড়ে যায়, যখন পর্দার তারকারা সিনেমা হলে গিয়ে তাদের সাথে সিনেমা দেখেন। দর্শকদের সরা꧃সরি প্রতিক্রিয়ায় তারকারাও খুশি।
ঈদের ছুটিতে হলে গিয়ে সিনেমা দেখাই একটা মজার উপলক্ষ্য, তাই বসুন্ধরা সিনেপ্লেক্সসহ যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে মানুষের ভিড় চোখে পরার মতো। প্রিয়জন ও পরিবারের সবাইকে নিয়ে অনেকেই এসেছেন স🍒িনেমা দেখতে। এবারের ঈদে বেশ কিছু নতুন সিনেমা চলছে ব্লকবাস্টারে। জনপ্রিয় তারকাদের অভিনীত প্রিয়জন, সুড়ঙ্গ, লাল শাড়ি, ক্যাসিনো, প্রহেলিকার মতো সিনেমাগুলোয় দর্শকের আগ্রহ বেশি।
ব্লকবাস্টারের পাশাপাশি রাজধানীর অন্যান্য সিনেমা হলেও ছিল দর্শকদে🍒র ভিড়। চলচ্চিত্রের প্রতি ভালোবাসায় বাধা হতে পারছে না বৈরী আবহাওয়া।
নিজেদের সিনেমার প্রচারের অংশ হিসেবে অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলীদের নিয়ে হলে হলে যাচ্ছেন নির্মাতারা। যদিও সারাদেশে আধুনিক সিনেমা হল না থাকায়꧅ মন পোড়ে নির্মাতাদের।