নিজের চেয়ে কম বয়সী মহসিন আখতার মীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। হিন্দি সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর সং🔯সার ভাঙনের পথে। বিয়ের আট বছর পর স্বামী মীরের বিরুদ্ধে বিয়ে-বিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী ঊর্মিলা।
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইম, আনন্দবাজার অনলাইন ও এবিপি আনন্দসহ ভারতীয় গণ🦩মাধ্যমে এ তথ্য প্꧂রকাশ হয়েছে।
গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিয়ে-বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন ঊর্মিলা। তবে কেন বিয়ে-বিচ্ছেদ চাইছেন অভিনেত্রী তা স্পষ্ট নয়। সূত্র বলছে, দুজনের ধর্ম ভিন্ন। এ ছাড়া মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। বিয়ের পর থেকেই নানা কথা শোনা যেত 🐲দুজনকে ঘিরে।
জানা গেছে, বসে সমস্যা সমাধানের কোনো পথ খোলা নেই। যার কারণে আইনি লড়াইয়ে জড়াতে হচ্ছে ঊর্মিলাকে। কাশ্ꩲমীরের ব্যবসায়ী ও মডেল মহসিন ও ঊর্মিলার প্রথম দেখা হয় ২০১৪ সালে একটি বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকেই শুরু এই ভালোবাার গল্প।
২০১৬ সালে ঊর্মিলা ও মহসিন অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন, তারপরে বিয়ে করেন। তবে গত আট বছরে মীর-ঊর্মিলাকে খুব একটা ཧপ্রকাশ্যে আসতে দেখা যায়নি। কী কারণে তাদের এই দাম্প🦩ত্য ভাঙতে চলেছে তা নিয়ে রয়েছে মানুষের ব্যাপক জল্পনা।
মীর ২১ বছর বয়সে কাশ্মীর থেকে মুম্বাই আসেন বলিউডে অভিনয়ের স্বপ্নে। তিনি ইটস অ্যা ম্যানস ওয়ার্ল্ড চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তীতে লাক বাই চান্স, মুম্বাই মাস্ট কাল♐ান্ডার এবং বিএ পাস চলচ্༒চিত্রেও কাজ করেন। তবে অভিনয়ে সফলতা না পেয়ে ব্যবসায় নামেন মীর। তবে ডিভোর্স নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি ঊর্মিলা।
বলিউডে বহু হিট সিনেমা উপহার ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚদিয়েছেনꦓ ঊর্মিলা। তার অভিনীত ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘জুদাই’, ‘কুঁওয়ারা’, ‘খুবসুরত’, ‘দিল্লাগি’ সিনেমাগুলো অন্যতম।
অন্যদিকে বলিউড অভিনেত্রী ঊর্মিলা ২০১৯ সাꦏলে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সে বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন। তবে ভোটের মাঠে পরাজিত হন তিনি। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিতে আর নেই। ৫০ বছর বয়সী ঊর্মিলার সংসার কেন ভাঙছে এ নဣিয়ে আলোচনা তুঙ্গে।