• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


করণের ‍‍‘ডেয়ারিং পার্টনারস‍‍’-এ তামান্না ভাটিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৬:১৪ পিএম
করণের ‍‍‘ডেয়ারিং পার্টনারস‍‍’-এ তামান্না ভাটিয়া
অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

রোমান্টিক থ্রিলার ঘরানার সিরিজ ‍‍‘ডেয়ারিং পার্টনারস‍‍’-এ অভিনয় করতে যাচ্ছ▨েন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিরিজটি নির্মাণ করছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ খ্যাত নির্মাতা করণ জোহর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অঙ্কিত গুপ্ত এবং শোয়েব ইব্রাহিমকে দেখা যাবে এই সিরিজে। যদি𝓡ও এখনও এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করেননি সিরিজ নির্মাতা।

এই সিরিজের গল্প এগোবে দুই বান্ধবীকে কেন্দ্র কর🌱ে। তামান্না এবং ডায়নাকে দেখা যাবে মহিলা ব্যবসায়ীর চরিত্রে। তারা একে অপরের সঙ্গে জুটি বেঁধে মাদকজাত দ্রব্যের ব্যবসা করেন। তাদের ব্যবসার মধ্যে হঠাৎ এসে পড়েন দুই নায়ক। ঘুরে যায় গল্পের চেনা ছক। বদল আসে তাদের জীবনে।

প্♒রসঙ্গত, বর্তমানে গোটা বিশ্বের দর্শকের মন জয় করে ফেলেছেন তামান্না ভাটিয়া। তার অভিনয় থেক💛ে প্রেম জীবন সবটাই উঠে আসে নেটিজেনদের আলোচনায়। বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা কথা ওঠে নেট মাধ্যমে।

যদিও দু‍‍`জনেই বিষয়টি এড়িয়ে চলেন। কিন্তু তামান্নার কথায়, সিনেমাই তাদের দু‍‍`জনের একসঙ্গে থাকার যোগসূত্র। কারণ ছবꦚির সেটেই একে ওপরের প্রেমে পড়েছিলেন এই জুটি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!