• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টরন্টোর সংগীত উৎসবে তাহসান, মোনালিসা ও ইমরান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৪:২৪ পিএম
টরন্টোর সংগীত উৎসবে তাহসান, মোনালিসা ও ইমরান
ছবি: সংগৃহীত

কানাডার টরন💜্টোতে সংগীত উৎসবে এক মঞ্চে দেখা যাবে কণ্ঠশিল্পী তাহসান খান, ইমরান মাহমুদুল ও মডেল-অভিনেত্রী মোনালিসাকে। আশিকিন এন্টারটেইনমেন্টের আয়োজনে শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে উৎসবটি।

কণ্ঠশিল্পী তাহসান জানান, দেশের বাইরে অনেক দর্শক-শ্রোতা আছেন, যারা বাংলা গান শোনার জন্য ব্যাকুল হয়ে থাকেন। তাদের আহ্বানে সাড়া দিতেই বিভিন্ন দেশে ছুটে যাওয়া। চেষ্টা থাকবে টরন্টো মিউজিক ফেস্টিভ্যালের দর্শক-শ্রোত🌠ার প্রিয় কিছু গান শোনানোর মধ্য দিয়ে প্রত্যাশা পূরণের।

ইমরান বলেন,  “যাদের𒁏 ভালোবাসা কুড়ানোর জন্য শিল্পীজীবন বেছে নেওয়া, তাদের টানেই দেশ-বিদেশের মঞ্চে ছুটে যাই। কানাডার এই উৎসবে অংশ নেওয়ার পেছনেও একটাই উদ্দেশ্য– গানে গানে শ্রোতাদের ভালোবাসা কুড়ানো।”

এদিকে মোনালিসা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে এই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার🦩 করেছেন ।

প্রবাসী বাঙালি ও স্থানীয় সংগীতপ্রেমীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে এই উৎসবটি। যেখানে তাহসান, ইমরান ও মোনালিসার পাশাপাশি থাকছে আরও কয়েকজন শিল্পীর চমকপ্রদ পরিবেশনা; যা দর্শকের প্রত্যাশা পূর𓆏ণ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকন প্রতিষ্ঠান আশিকিন এন্টারটেইনমেন্ট।

 

Link copied!