দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন ধরে ভুগছেন ভোকাল কর্ডের অসুস্থতায়। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালিতে। সম🐠্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে এমনটাই জানালেন গায়ক।
তাহসান জানান, কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে রোগটি ধরা পড়ে।ꦅ মূলত ২০১৮ সাল থেকে শুরু হয় এই সমস্যা। এরপর থেকেই আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না তিনি। এমনকি কখনো আগের মতো গাইতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে শঙ্কা। বর্তমানে চলছে চিকিৎসা।
তাহসান আর🐭ও জানান, এখন মাঝেমধ্যে গান গাইতে পারলেও যখন ♍এই সমস্যা বেড়ে যায় তখন আর একেবারেই গাইতে পারেন না।
তাহসান খান বলেন, “ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথ꧂বা আমার লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না।”
আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি﷽তে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজ দিয়ে প্র𓃲ায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন তিনি।