• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সিনেপ্লেক্সে শো বাড়ল ‘প্রিয়তমা’র


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ১২:০৬ পিএম
সিনেপ্লেক্সে শো বাড়ল ‘প্রিয়তমা’র

দেশব্যাপী প্রেক্ষাগৃহে ঈদের সিনেমা দেখার ধুম পড়েছে। রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতেও একই অবস্থা। এবার ঈদুল আজহায় ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভি💃নীত ‘প্রিয়তমা’ সিনেমা। মুক্তির পর থেকেই হাউসফুল যাচ্ছে সিনেমাটি। তবে সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’ সিনেমার টিকিট না পাওয়াতে শো বাড়ানোর দাবি জানিয়েছিলো শাকিব ভক্তরা।  এবার দর্শকের চাহিদা মা💝থায় রেখে সিনেমাটির শো বাড়ানো হয়েছে স্টার সিনেপ্লেক্সে। বিষয়টি নিশ্চিত করেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া ও মার্কেটিং) মেজবাহউদ্দিন আহমেদ।

মেজবাহউদ্দিন বলেন, “আমরা অবাক হয়ে লক্ষ করছি যে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা দেখা দর্শক অনেকে বেড়ে গেছে। দর্শকের প্রচুর চাপ অনুভব করেছি, তাই বাধ্য হয়ꦜে শো বাড়িয়েছি। আমরা স্বীকার করি, বাংলা চলচ্চিত্রে দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। তার সারা দেশে প্রচুর ভক্ত রয়েছে। এই ঈদে আমরা নতুন করে অনুভব করলাম স্টার সিনেপ্লেক্সেও চাহিদার চেয়ে অনেক বেশি দর্শক আসছে। প্রয়োজনে আমরা আরো শো বাড়াব।🦂”

মেজবাহ আরও বলেন, “এই মুহূর্তে দেশি সিনেমার শো কমানোর সুযোগ নেই। তাই হলিউডের চলমান সিনেমার শো আমাদের কমাতে হয়েছে। সেসব জায়গায় আম𓄧রা বাংলাদেশের সিনেমার শো বাড়িয়🎃েছে। যেমনটা বুধবার থেকে শাকিবের ‘প্রিয়তমা’ আরো বেড়ে যাচ্ছে।”

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের ব♑িপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান স♚েলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

 

 

Link copied!